এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পারমিতা ঘোষ




কবিতা (সাধারণ বিভাগ)



স্বপ্নেরা......

স্বপ্ন দেখি হাটছি আবার পাশাপাশি
বেহিসাবি আঙুল জড়াক আলতো ছোঁয়া
পুরনো ব্রিজের ধারটা জুড়ে দারুণ সোহাগ
অল্প আলো অন্ধকারের নিবিড় হওয়া।

স্বপ্ন দেখি রাজ্যসীমায় বসন্তরাগ
পলাশ পাড়ায় এক্কাদোক্কা খেলার সাথি
রোদ ভেজানো আচমকা এক সুরের টানে
শুকনো স্মৃতি হিয়ার তারে বুনতে থাকি।

স্বপ্ন দেখি ঘর পেরিয়ে খানিকটা দূর
সমান্তরাল রেললাইনের বেশ চেনা দাগ
ব্যালকনি তে ম্যারান্টা আর মনস্টেরা
বারান্দাতে অর্কিডেরা খুব সুখে থাক।

স্বপ্ন দেখি হৃদয়পুরের একলা গালিব
রোমন্থনের সুখের ফসল হিসেবমাফিক
গুছিয়ে নিই উড়তে থাকা ডায়রি পাতা
একলা ঘরে মন খারাপি বৃষ্টি আঁকি।

(০৪/০৩/২০১৮)


সুখ

যেসব চোখের প্রবেশ মানা লোকসমাজে
সেই চোখেরাই পাঁজর হাড়ে হৃদয় খোঁজে
তোমরা ভাবো প্রেমটা যেন বেশ পোশাকি
বরং উদ্বাস্তু প্রেম যাত্রী তাঁরাও বোঝে।

ক্লান্তি মাখা ক্ষার লবণ আর রক্তঘামে
পরিশ্রমী দিনমজুরের মাটির বাড়ি।
সমস্ত দিন ক্ষিদের বাজি মজুত রেখে
কোল পেতেছে প্রেয়সীআঁচল সুতির শাড়ি।

খড়ের চালে কৃষ্ণচূড়া রোজ শোভা পায়
ঘুম ভাঙিয়ে ঠোঁটের আলাপ নিবিড়তায়
লেপা উঠোন সাক্ষী থাকুক রাঙা কপাল
দূর সীমানায় অপেক্ষারা সন্ধ্যা নামায়।

অন্যপাড়ে কথার ওপর কথার দেওয়াল
যুক্তিজালে নিজস্বতা বজায় রাখে
তুমুল দাবি ব্যক্তিবাদ আর অহংবোধের
টুকরো সময় ভীষণ বেগে বইতে থাকে।

জানতে মানা অনুভূমিক সময়যাপন
হারতে মানা শেষদিকটার প্রশ্নবোধক
সুখেই রাখুক যুগলবন্দী সাহচর্য  
নির্ভরতা এটিএম আর মাটির ঘট হোক।।

(০৪/০৩/২০১৮)


পারমিতা ঘোষ
চাকদহ, নদীয়া।

No comments:

Post a Comment