এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অসীম মালিক




কবিতা (কবিতার ল‍্যাব)



সমীকরণ

দু'হাত এক করে দিলাম l
(2†2)=4=1= ?

সুতরাং 1= গাঁটছড়া হলে ,
গাঁটছড়া = বন্ধন
         বন্ধন = টান
              টান = শিকড়
                           শিকড় = ?

বিশ্বাস ইজ ইকুয়াল টু পাশ্চাত্য হলে ,
4 = লিভটুগেদার l

এতএব , 4 = 1 = গাঁটছড়া = বন্ধন = টান = শিকড়
= দু'হাত হলে
            1 = বাবা ও মা l





কবিতা (সাধারণ বিভাগ)



সাইনবোর্ড

চাপিয়ে দেওয়া দায়ভার নিয়ে দাঁড়িয়ে চোখের সাইনবোর্ড । আমার ভিতর ও বাহির শূন্য দূরত্বে দাঁড় করিয়ে , সে যেন ঈশারায় কিছু বলে। তার চোখে মুখে সারা শরীরে ব্যর্থতার পূর্ণ প্রতিচ্ছবি ।
      
তার ইঙ্গিতপূর্ণ দৃষ্টি । চোখের রেটিনায় নীরবে
এঁকে যায় --- অস্থিরতার ছবি l নির্লিপ্ত অ আ ক খ
সাইনবোর্ডে টাঙিয়ে দিয়েছে ---- হাতে হাত রেখে ,
হৃদয়ে আঁকতে না পারা --- রাস্তার কিছু নকশা ।

দুর্বলতা দেখিয়ে , চাপিয়ে দেওয়া দায়ভার নিয়ে দাঁড়িয়ে -- অসহায় সাইনবোর্ড ।


অসীম মালিক
VILL -SITALPUR , POST -ARANDI ,
P.S.-ARAMBAGH , DIST -HOOGHLY ,
PIN -712413,
MOBILE NO .9593504996

No comments:

Post a Comment