কবিতা (সাধারণ বিভাগ)
শুধু দুআনি
দিন বেয়ে যেতে যেতে
পড়ে পাওয়া আঠারোআনা
কয়েকটি বেকার দূর্বাঘাস
স্মৃতির মুঠোয় ভরে রাখি
শ্বাসজীবী প্রাণি
'শ্বাসো মে তেরি শ্বাস মিলে '
দৈনিক ব্যাজার জীবনে
'খামোশিয়া আলফাজ '
সকল শুদ্ধত্ব নিয়ে
মেবিলিন বা বেবিপিঙ্ক
জেগে ওঠে জেগে থাকে
কিংবদন্তী খায় আছাড়িআছাড়ি
প্রতীক্ষিত চুমু মাত্র একটি
স্পর্শের জন্য
জিহ্বায় এত নীরবতা আসেনি তো আগে...
পীতাভ ঘুম
ইনবক্সে কতটা রুক্ষস্থল
কতটা দুধ কতটা জল
খুরালি কে জানে!
চৌতাল শুরু হওয়ার আগে
বুকের গভীরে চলে
শিবরঞ্জনী রাগে গান
শিঞ্জিনী ছুমছুম
ওদিকের শিবিরে আজ সংকীর্তন
এপারে সংকীর্তন ধুলোটের বাতাসায়
পীতাভ ঘুম ওড়ে শীতের পাতায় পাতায়...
******
বেশ মধুর !
ReplyDelete