এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শ্রেয়ণ



কবিতা (সাধারণ বিভাগ)




মফস্‌সলনামা

দুপুর পেরিয়ে চা-বিস্কুট,
সোনালি কিছু
পেট্রলের আদিম স্বাদ ভাঙতে ভাঙতে;
বাষ্প
  যন্ত্রণা
      লাল মাটি
ঝোলা কাগজে মোড়া প্যাকেটখানা,
মেখে নিতে চাই এবং
বৃষ্টির দীর্ঘশ্বাসকে
অ্যান্ড্রয়েড ফোনটাও ভালোবাসতে জানে।



মূর্তি ভাঙার বদলে

গতকাল চোরাশিকারি তার আস্তানা বদল করেছিল
ক্রেমলিনের ধুলো আর ঝুল ভরা কোনো ঘরে
বিশ্রাম নিচ্ছিল চিতাবাঘটা

জিম করবেট কোন পক্ষের –
কেউ জিজ্ঞেস করেনি,
ভুলে গেছিল হয়তো বা।

ফাইলের আস্তরণ সরিয়ে একদিন জানা গেল,
দিল্লি রোড থেকেও আকাশ দেখা যায়।

তারপর অনেকগুলো বসন্ত কাটল

ম্যানহোলের ফাঁক দিয়ে
সিরিয়াকে দূরে মনে হয় যতটা,
ছাত্র ইউনিয়ন ঠিক ততটাই হাত ওঠাল
ফিতে দিয়ে মেপে মেপে।


*****

No comments:

Post a Comment