এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সায়ন্তনী নাগ



অনুগল্প



কলম 

পার্কার ডটপেনকে বলল, 'তুই হলি আমাদের জাতের কলঙ্ক। কি যে সব লিখিস সারাদিন! মাসকাবারি হিসেব, ধোপার খরচ, ছেলের অঙ্ক খাতা চেক! যাচ্ছেতাই! আমাকে দ্যাখ। অমিতাভ বচ্চন থেকে অনিল আম্বানি -দামি অটোগ্রাফ থেকে কোটি টাকার চেক সই- সব করি আমি। আমায় লোকে গর্বভরে সাজিয়ে রাখে বুকপকেটে। আর তুই? পড়ে থাকিস এখানে ওখানে। বাসে ট্রেনে হকার বিক্রি করে দশটাকায় দশটা...'

ডটপেন চুপ করে থাকে। সত্যিই তো ওর কোনো বংশমর্যাদা নেই, সৌন্দর্য নেই, আভিজাত্য নেই। ও শুধু ইউজ অ্যান্ড থ্রো।

অথচ যেদিন পার্কারের খোঁচায় কয়লা কেলেঙ্কারির দুর্নীতি ভরা ফাইলটা পাস হয়ে গেল, ডটপেন সেদিনই মাঝরাতে লিখে ফেলল মরমী একটা কবিতা!

No comments:

Post a Comment