এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শর্মিষ্ঠা মোহন্ত



কবিতা (সাধারণ বিভাগ)



উষসীর সংলাপ

অস্ত সূর্যে শালিকবসা শার্সী কাজল পরে
মশা জমে

তিনপায়ের কাঠমঞ্চে হঠাত্ মধুমাস
লিকারের চিনি থিতিয়ে গলে
নিশ্চুপে

দৃষ্টিবদলে মালায় বরণ
অতঃপর হারে রেরে রেরে

পিঁয়াজকলি সেদ্ধয় রাত্রি ভরপেট
ঘাম মুছে ছুঁড়ে ফেলে পাশফিরে ঘুম
দিনসূর্য ডাকে

মরেআসা ব্যাথানিয়ে জলহীন শব্দেরা পরেথাকে ছড়িয়ে ছিটিয়ে
গার্হস্ত্য সংসারে

খুব গোপনে রোজ আসে
বৈধব্য ।


No comments:

Post a Comment