কবিতা (সাধারণ বিভাগ)
মৃত্যুকে দীর্ঘস্থায়ী করো না
হৃৎপিণ্ডের ক্ষুধার্ত কান্নার স্পন্দন
থামিয়ে দাও, ধারালো সেফটাপিন অগ্রভাগে।
তির্যক গতিস্রোত
পথ, কাশ হোগলা গুলঞ্চের মূলে মাথা খুড়ে
ওর অস্থি কোনোদিন গঙ্গা পাবে না।
দানা বাঁধা রক্তের বিপ্লব
শিরা উপশিরায় কর্কট রোগে আক্রান্ত
তৈলচিত্রে আঁকা মানচিত্র
দূরবীনের কাঁচে ঝাপসা
ঝুলিভরা রিক্ত পান্ডুলিপি চুনখসা দেয়ালে অর্থহীন
নির্জন গলির আদালত পরিশ্রান্ত
ময়নাতদন্তে রাক্ষস রাজার সীতা হরন মূল্যায়নে।
আমার মৃত্যকে আর দীর্ঘস্থায়ী করো না
চেতনা প্রবাহের স্বার্থপর ডানা
গা ভাসাবে স্বপ্ন তদন্তের পিছুটানে।
প্রয়োজন
ভালোবাসা না প্রয়োজন, পুতুল পুতুল খেলার জন্য
সম্পর্কের নাম দিতে হয়, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী
নগ্ন শরীরে যেভাবে অর্ন্তবাস বাঁধি
নির্ভরশীলতা, সমব্যথী শব্দ গুলো বেমানান
মাংসাশী বেড়ালের নিরামিষ আহার ভক্ষণ মতোই
অভ্যাসের দিনগুলো অভিনয়ের রং মশলা
নিভৃতে বালিশের আড়ালে নুনের গন্ধ শুঁকে
আমাদের চাহিদা মিলে যায়
একটি সম্পর্কের নাম দিতে হয় ভালোবাসা
নদীর সাথে যেমন সমুদ্রের
রাতের আকাশের সাথে তারাদের।
সঞ্জীব বাউরী |
No comments:
Post a Comment