কবিতা (সাধারণ বিভাগ)
শান্তিসনদ
অন্তরালে থাকে বলে সেইসব ডাক আবহসঙ্গী
মৃত্যুচীৎকারও বেজে ওঠে অসহায়
ক্যালেন্ডারপাতা জুরে অনেক সংখ্যা লেখা তাতে থানার নম্বর আছে
সারিসারি দেহ বলতে জীবন্ত ছবি নেই
সময়ের কাছে শুধু দাবী থেকে যায় মানুষপ্রকৃতি
অন্তরালে থাকে বলে সেইসব ডাক আবহসঙ্গী
মৃত্যুচীৎকারও বেজে ওঠে অসহায়
ক্যালেন্ডারপাতা জুরে অনেক সংখ্যা লেখা তাতে থানার নম্বর আছে
সারিসারি দেহ বলতে জীবন্ত ছবি নেই
সময়ের কাছে শুধু দাবী থেকে যায় মানুষপ্রকৃতি
অনিশ্চিত
সোনালী খুলে গেছে শুধু তাকে রঙের একক বোলনা
ঢাকশব্দের যে কাঠিবাজি কেন তাকে ছেলেবেলা ভাবো
যে আসে সে যায়
যতটুকু আহ্লাদ ততটুকু ভুলে যাওয়ার মত
প্রবীর রায় |
শ্যামলছায়া উকিলপাড়া
জলপাইগুড়ি-৭৩৫১০১
ফোন-৯৪৩৪০৬১৭৯৪ ৭৭
No comments:
Post a Comment