এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবযানী বসু



কবিতা (কবিতার ল‍্যাব)



পরিদের ফিসফিসানি পোড়ে


তোমার উৎসে খুব গড়ানে নুড়িপাথর। পায়ের তলার রেখা কবেই নদী নাকি নদ জলের পার্থক্যে। হৃধ্বনি জানে উপল। নরম প্রবাল খাওয়া তাদেরও স্বভাব। কুঁদে তোলা লাবনী। বুকে চাপ চাপ স্রোতের অবয়ব। বাকি আছে কিছু অশ্রু-আচমন।


নতুন পর্দা যদি ডাকে

তোমার ছদ্ম গায়ে মাখি। স্টেশনও প্রবালছাওয়া। রচনা বুকে বাঁচে। এ বসন্তে রুদ্রকোকিল। দই খই চিঁড়ের আকুলতায় ভেজাই। ডিনামাইটের শাসন ট্রেনের মুখ চিনে রাখে। সমস্ত দরকারের অচেনা রেলিং। ডিঙির চোখে ভাসে না দ্বিতীয় আকাশ।



মাছের নাম জানি না

ট্রেনের  মুখে পানপাতা। পাশে আমার ফিসফিসানি। অনুরাগিনীরা মহিলা ট‍্যাবলেট খোলে। কোলকাতা ভুলখাতা খোলে। পুড়ে যাবার অআকখগুলো পড়ে আছে। চাকা ওদের মারতে পারে নি। এখানে প্রকাশ। ওখানেও। ধুলো খায় গোধূলি বেলার মিলনমাছ।


দেবযানী বসু

No comments:

Post a Comment