কবিতা (সাধারণ বিভাগ)
দূর্যোগ
গ্রাম জুড়ে ঘরবাড়ির ভিড় মানুষ ছাড়াই
আলো জ্বলে না বহুদিন
গাঁদার গন্ধে একটাদুটো প্রজাপতি
মাটির রাস্তায় ধূলোর ঝড় ঘাস ছিড়ে খায়
পুকুর পাশেই থাকে
দেওয়ালরা হাঁক দেয় মাঝে
খড়ের শব্দ কাছে টানে
জীবিত বলতে এরাই
দূরত্ব
জলের ছোঁয়ায় শীতলতা
এখানে বনজঙ্গল নেই না আছে আকাশ মেঘ
একটা নীল মাঠ পেরিয়ে যেতে হয় রোজ
লেজ দুলিয়ে উড়ে আসি
তবে দূরত্ব খানিক কমবে জল আকাশের
দূরত্ব কবিতাটি বেশ ভাল লাগলো। শুভেচ্ছা জানাই।
ReplyDelete