এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রুনা দত্ত



কবিতা (সাধারণ বিভাগ)




নিস্তব্ধতার রাতযাপন

নিদ্রাবিহীন নির্জন রাত,
একাকী ধূসর নিঃসঙ্গতা,
এলোমেলো বিছানার চাদর -
নিকোটিনের নেশায় মিলেমিশে
থাকা পুরুষালী ঘ্রাণে
নিস্তব্ধতার প্রহর গোনে !!



সঙ্গম

বেহিসেবী পাগলামিতে ঠোঁট ছুঁয়ে দেয়
নির্জন ভালোবাসার ঠোঁট,
শরীরের প্রত্যেকটি বিভাজিকা থেকে  গোপন হলুদ গভীরে--
রাতের গাঢ় উষ্ণতায় গেঁথে দেই
জাফরানী রঙ!
বিবশতায় প্রেম খুঁজে চলে গভীর
ছায়াপথ,
মুগ্ধতার আবেশে আর ভেসে উঠে না সংযমী সঙ্গম




নিষিদ্ধ অবগাহন

কিছু গোপন প্রেম আমারও আছে
মনের চোরাগলিতে যাদের প্রতিনিয়ত
আসা যাওয়া।
কিছু গোপন চিন্হ আমার ও আছে
ঠোঁট থেকে গভীর গভীরতায়
যা বর্তমান।
কিছু নীলাভ পুরুষ আমার ও আছে
যার নির্জন থেকে নির্জনে আমার
নিষিদ্ধ অবগাহন!




তুমি ও আমার কবিতা

তোমার সঙ্গে প্রথম পরিচয় কবিতার জন্য--
একটা অসম্পূর্ণ অভিব্যক্তির সাথে
তোলপাড় করা মন নিয়ে অপেক্ষায়
ছিলাম একটি পংক্তিতে,
একাগ্রতায় সাথে শব্দের ভাঁড়ার হাতড়ে
চলেছি অসমাপ্ত কবিতাকে সম্পূর্ণ
করবো বলে,
অথচ নাহ পারলাম না, ধূসরবোধে
আছন্ন ভাবনায় চেতনার উন্মেষ হলো না ,
অপরাগতার বিবেকদংশনে যখন হৃদয়
ক্ষতবিক্ষত প্রায় !!

তখন ভোরের প্রথম আলোর স্নিগ্ধতা নিয়ে তুমি এলে,
কবিতার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হাতে ধরে শেখালে ,
রূপ রস মাধুর্য্যে কবিতার পূর্ণতার
উদাহরণ এঁকে দিলে,
আমার ভাবনারা ছন্দ পেলো ভাষা পেলো,
সৃষ্টিসুখের উল্লাসে উজ্জ্বল রক্তিম হয়ে
উড়েগেলো কবিতার আকাশে।।





ভালোবাসা বা লাল বিষাদ!!

তোর কাছেই শিখেছিলাম ঠোঁট দিয়ে
জীবনের উষ্ণতা শুষে নিতে ,
তোর কাছেই শিখেছিলাম সুুডৌল স্তনের
গাঢ় বাদামীতে হারিয়ে যেতে ,
তোর কাছেই শিখেছিলাম মোমের মতো
শুভ্র উরুতে ভালোবাসার নিবিড়
চিহ্ন এঁকে দিতে,
তোর কাছেই শিখেছিলাম শরীরের
প্রত্যেকটি চড়াই উৎরাই বেয়ে সমতলে
নেমে আসতে,
তোর কাছেই শিখেছিলাম সুগন্ধী নাভীতে
ভেসে গিয়ে নীলাভ গোপনে মুগ্ধ হতে !!

কিন্তু ভালোবাসা ও প্রেম সব কেমন যেনো
মুখ ঢেকেছে বিশ্বাসহীনতায়-
তাই আজ নগর বন্দর পার করে আশ্রয়
খুঁজি আদিম লালসার অন্ধকার শহরে,
স্ফটিক স্বচ্ছ গ্লাসের পানীয়তে চুমুক দিয়ে
কামনার গরলে আছন্ন হতে থাকি,
উদ্ভিন্ন যৌবনের নেশায় ঘোর লাগা চোখ
হঠাৎ ঝলসে উঠে নগ্ন দেহের উপর
তোর পবিত্র মুখের সুষমায়,
পায়ের নীচে দোদুল্যমান হয় আমারপৃথিবী
জ্বালা ধরা চোখে দ্রুততায় বেড়িয়ে আসি
তোর নিষিদ্ধ বাস্তব থেকে!
হাতে ধরা ভঙ্গুর কাঁচের গ্লাসের তীক্ষ্ণতায়
রক্তাক্ত হাত থেকে লাল বিষাদ নেমে
মিশে যায় আমার গ্লানিময় পৃথিবীতে!!


রুনা দত্ত

No comments:

Post a Comment