এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সোহিনী সামন্ত



কবিতা (সাধারণ বিভাগ)



ক্রাইম

পিপীলিকার দল গিলে খেয়েছে রক্ত মাংসের ঢিপি ,
মুক্ত রক্ত মুখ ফেটে বয়ে চলেছে মরণ পথের সীমানায়......
জমাট কালো কালশিটে যত রক্ত জমে রয়েছে মনের কোণে,
শ্বেত কণিকার দ্বীপ হারিয়ে গেছে শেষ লড়াইয়ে......

হত্যার নীলিমায় আবরিত নিজ মৃত্যুর দায়,
অনুকরণ করে কঙ্কালরূপী প্রাণহীন কীটের বিষাক্ত নির্দেশিকা......

বিষের মোহনায় সর্পের যত মর্মভেদী চেতনা,
বরং উন্নত সরীসৃপরা বহন করে বিষবৃক্ষের ন্যায়ে সমদর্শনিকা......।




খুন

ধিক ধিক ধিক ঝিমন্ত আগুন জ্বলে ......

লাল মাংসের লালসায় অদ্ভুততর স্বাদ......

ক্ষত বিক্ষত নাড়ীভুঁড়ি , শুধু রক্তের বিস্বাদ ...।।


পাগলের ন্যায় পাগলামি , গুনের নামে রক্তামি...

রক্ত ঝরে শুধুই রক্ত ঝরে ......

বিন্দু বিন্দু সহস্র রক্তের ঘর......

রক্তের কণিকার সহস্র হিংস্রতার ভর ...

রক্তের নদীর উন্মত্ত খিদে ,

শুধুই পাগলামির প্রচণ্ড উল্লাস ,

পচাগলা মুক্ত নির্যাস ............।


সোহিনী সামন্ত

শ্যামনগর  ২৪ পরগণা উত্তর

No comments:

Post a Comment