এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তুষারকান্তি রায়



ছন্দ কবিতা



রাধিকাপুর এক্সপ্রেস

বৃষ্টিতে ভিজে কেটে যায় সারাবেলা
ভরসাগুলোও চিতাকাঠ ছুঁয়ে হিম
ছাযাকে মাড়িয়ে ছাযারাও চুরমার
আকাশ ছুঁয়েছে অনায়াস পশ্চিম

নদীর কিনারে টলমল তীরভূমি
ছায়া দোলাচলে জাহাজ মিলিয়ে যায়
ভোগে দুর্ভোগে প্রত্যাশা বীজ জাগে
জগন্নাথের করুণার জ্যোৎস্নায়

রাত বারোটার রাধিকাপুরের রেলে
রাধার আঁচল উড়ে চলে দূর পথে
ঘুমের ভেতরে জ্বলে পুড়ে ছাই একা
গানতোলা বাঁশি গম্ভীরা মঞ্চেতে

পাটের হলুদ পাতারা ছায়ায় খসে
ন্যাড়া সেতু থেকে ঝমঝম রব ওঠে
রবের বাতাস জলের ভিতর ঘরে
খন্ড খন্ড কুলিকের জল ছোটে

গম্ভীরা গান বন্ধ হয়েছে কবে
নিশির পরশি ঝিঁঝিরা এখনো ডাকে
জোনাকির মতো অন্ধকারের পারে
রাধার নূপুর বাজে তন্দ্রার ফাঁকে

পূর্বরাগের সাক্ষী তো নেই কোনো
সত্য মিথ্যা সীমায় নিরুদ্দেশ
স্বপ্নের কোলে আরেক স্বপ্ন খোঁজে
এই বুঝি তার মাথুর পর্ব শেষ

রাত ঘন হলে ছায়াগুলো বড় হয়
অন্ধকারের মোচড়ে বিষন্নতা
তবু জ্বলে ওঠে উষ্ণতা রাতপথে
স্রোতে বয়ে যায় স্বীকারোক্তির কথা

হিলি বর্ডার এপার ওপার চেনে
আয়ানের ঘর কাঁটাতার দিয়ে ঘেরা
ভুল জানালায় বাদলপোকার গান
হারিয়েছে পথ, আর তো হয়নি ফেরা

অভ্যাস শুধু অভ্যাসে ঋতু যায়
ঘাসের ওপর সবুজের জলকণা
ভিনদেশী গ্রামে এখনও দীপালি আছে
প্রদীপ লিখছে নববধূ খুব চেনা

আকাশ সেখানে মাটিকে আদর করে
প্রজাপতি ওড়ে সোনালি সরষে খেতে
ডুবুরির মতো ডুবে থাকে ভালোবাসা
দূরবীন চোখ দেখেছিলো সংকেতে

সংকেত যেন হাঁটুমুড়ে বসা রাত
নিশি প্ল্যাটফর্ম, শোঁ শোঁ সাগরের ঝড়
ভাঙা, ঝাউডাল খাঁ খাঁ বালিয়াড়ি ঘিরে
প্রেম লিখে রাখা অযৌন অক্ষর

আজও ডেকে যায় রাধিকাপুরের ট্রেন
ঘুরে ঘুরে বাজে অসহ্য চিৎকার
ভেঙে ভেঙে পড়ে অখন্ড ভালোবাসা
ফোঁটা ফোঁটা মেঘ ভঙ্গিতে নিঃসাড়

তুষারকান্তি রায়

No comments:

Post a Comment