এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শৈবাল পাল



কবিতা (সাধারণ বিভাগ)




সাধ

তোর মেয়ের শ্বশুরবাড়ি মাগো , নোনা বালির চর ,
নোনা চরের বাসিন্দারা তোর মেয়ের সবাই কি মঙ্গল কর ?
রাত নামলে নদীর চরে একশো টা হাত কিলবিল করে ,
চোখের জল সামলে মাগো , দশ হাতে সে পাঞ্জা লড়ে ।
তবুও সংসারের মঙ্গল কামনায় , তুলসি তলায় ,
প্রদীপ জ্বালায় , শঙ্খধ্বনি করে ,
নুন আনতে তার পান্তা ফুরায় , নতুন করে বাঁচার আশায় ,
নোনা বালির চরে ।
জীবন এখানে থেমে থাকে মাগো , একটুখানি কলাপাতায় মুড়ে ,
কি করে ভাবে সেই মেয়ে , আসি না , একটু বাপের বাড়ি ঘুরে !!!




ওজনহীন মানুষ

ভালো নেই , কেউ ভালো নেই ,
এমন কি সমুদ্র ও না ।
যদি দুঃখও আসে তুমি তাতেও
দ্রবিভুত হও না ।
কেমনতর মানুষ হও তুমি ?
নিজেকে রাখো বেহুঁশ করে ?
সর্বদাই দাঁড়াও এসে সম্মুখে ,
নিজেকে ওজনহীন মানুষ ধরে !!!


শৈবাল পাল

No comments:

Post a Comment