এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

জয়দীপ রায়



কবিতা (সাধারণ বিভাগ)



নিষিদ্ধ করিডর

বুট পড়া  খট খট শব্দ গুলো
          হঠাৎ ই থেমে
    পিছন থেকে ভেসে এল
 ওখানে যাওয়া নাকি মানা

  শ্যাওলা মাখা শুন শান
    দুপুর গুলো নিরক্ষীয়
         গা ছম ছম
   আচমকা বৃষ্টি ভেজা

 প্যাঁচ প্যাঁচে কাদা মাখা
  রাতে থ্রু ডিনার পার্টি
   পৈশাচিক হাক ডাক
   আতসে পড়ল চোখ

  চিৎকার ঃ কে ওখানে ?
 রোয়াকে কার আনা গোনা

নিষিদ্ধ করিডর ব্যাপী ঃ অসংখ্য স্কেলিটন
      রাত বিরেতে হাতড়ায়
  খিল খিল শব্দ   প্যানডোরা বক্স
  অ্যানাবেলের     মাঝারি দুনিয়ায়
                                           




পকেটমার

জানলা দিয়ে ধেয়ে আসা
বানিয়ে বলা শব্দ গুচ্ছের
অহেতুক
       জ্বা
        লা
       
       
ছায়া মানুষ    হাত পা নেড়ে
 ওরা ক্ষুদার্ত আলাপণ
চোরা গলি     ইকো কনর্সান
    একটু সাবধান
আমরা  “পকেট”
       মা
       র


জয়দীপ রায় 

বর্তমানে সাহিত্য চর্চা,
(এম এ) করছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে

উত্তর কোলকাতার পাইক পাড়ায় থাকি ।কবিতা লিখতে ও পড়তে ভালবাসি। প্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও জয় গোস্বামী। 

No comments:

Post a Comment