এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নাসির ওয়াদেন



কবিতা (সাধারণ বিভাগ)



তালাশ

শেকড়ের দৃষ্টি আকাশের দিকে
এক ফোঁটা জলের আকাঙ্খা
বিধর্মীমেঘ নতজানু ভূমির উপর
শিশিরের  দরবারে ---

বৃষ্টি পতনের শব্দে বাজার  দাম বদলে যাচ্ছে••••

নিঃশব্দ ইচ্ছার বীজমন্ত্রে পাখি
স্থির জলে তারাগুলো  ভাসে
নৌকোর উজানি যাত্রাপথ

অর্থহীন স্রোত গাছেদের জিম্মায় বন্দি
রাত্রি অপেক্ষার শরীরে তল্লাশি চালাচ্ছে  ।।



অন্তঃবৃত্ত     

অবিচ্ছিন্ন চল আমাদের চতুর্দিকে প্রবাহিত
রাতের তারা অন্তর্লিখিত চতুষ্পাঠের
যান্ত্রিক চিন্তার মুখোশ পরে
চেটে নিচ্ছে বৈভবের স্বাদ

ক্ষমতাহীন পাহাড়ের বুক হতে কেবলই
জল ঝরিয়ে ক্লান্ত
সংগ্রামী দিনের আলো
এক অন্তঃবৃত্তের ভেতরে ঘুরপাক খায়

অহিংসাশী মন ঘাস ছেড়ে হাড়মাস চিবোয়---
রক্তমাংসের স্বাদ দিন দিন পাংশু লাগছে জিভ



দীর্ঘযাপন   

পরস্পর বিরোধী বাতাসগুলো
নিরপেক্ষ গন্ধের আঁচলে আটকে গেল  
গোমড়া রোদও হেসে হেসে উঠল
শিমুল ফুলের সোহাগী  প্রশ্রয় পেয়ে

অতিক্ষিপ্ত উল্লাসেরা বিঁধে আছে
আমার লাবণ্যময় ঠোঁটে
বিনিময়ের নিয়ম প্রথা অনাদায়ী বসন্তের
চোখে মুখে জৌলুসের ছাপ  
হিরণ্য রোদ ছড়িয়ে দিচ্ছে প্রত্যাশার জিভ

দীর্ঘযাপনে অজুহাত কোণঠাসা,সহিষ্ণুতাই হাত বাড়াল



অবিশ্বাস্য বিশ্বাস

চোখের ভাষা কদাচিৎ আগুনকেও
গিলে খায়
সামান্য খোরাক পথের চিন্তাকে
বিস্তার করে কীভাবে পৌঁছাব
মুক্তি ঠিকানা খুঁজতে নাজেহাল দিনগুলোতে

বিলাসী বাজনা বাজে হাওয়ার দেওয়ালে
ভর্তুকির রোদ দিনে দিনে পাচ্ছে লোপ
প্রচেষ্টা ভিজিয়ে দিচ্ছে অনুভবের জ্বালা
মিটিমিটি হাসি অন্ধকার আত্মহত্যার কণ্ঠে
নির্বাক চাঁদের পরা-আলোতে দুঃখ দৌড়ায়,

ধৈর্য্যের বাঁধে ফাটল হলে   
বেড়িয়ে আসে সভ্যতার বিচ্যুতি
স্বতঃসিদ্ধ অনন্য বিন্দু আবৃত্ত দশমিক হয়ে দাঁড়াবে জীবনের পাটীগণিত

অবিশ্বাস্য বিশ্বাসে পারদ চিহ্ন অনবরত পরিবর্তিত  হচ্ছে ।


নাসির ওয়াদেন
প্রযত্নে সৌম্য জেরক্স স্টেশন রোড
পোস্ট - মুরারই
জেলা - বীরভূম
ফোন - 8926625921

No comments:

Post a Comment