এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সোনালী মন্ডল আইচ



কবিতা (সাধারণ বিভাগ)




কাঠকয়লা

জীবন আর আমি
দুই মেরুতে জ্যাবদ্ধ
আর মধ্যিখানে আকাশ
মেগাবাইট ভুলে গেছি
একপলা দু'পলা গুনি
বকেয়া সেলাই করি

মনের ভিতর হাজার
রঙ বাকসো ছড়ানো
যা ইচ্ছে আঁকি
একটা কালো আকাশে
এক ফালি চাঁদ
বলাকার পাখায় সাদা
রঙ কবে শেষ ,

হে সর্পিল ভালোবাসা
ভেসে যাও নীরবে
নামতার গুনগুনানির মত
একটানা ঘুমপাড়ানি গানে
স্বপ্নের বৃষ্টি নামুক
সাহারার মত্ত রাতে ,

এবার যাবো ওই
মাঝ দরিয়ায় নাইতে
প্রশ্ন থেকে যায়
ফিরতে পারব কিনা

শেষটুকু আমরা জানিনা

বঙ্কিমবাবুও লিখে যাননি
কপালকুন্ডলার শেষ পরিণতি ...




খেলাটা হল

  রাতটা ক্রমশ গিলতে থাকে
  আর গিলতে না থাকলেও
চোখাচোখি মাত্র হিপনোটাইজ হয়ে
   এমন ছেলেমানুষি শুরু করে
         
         যে মোটেও
অক্ষাংশ  দ্রাঘিমার বালাই মানেনা
    কে কার হাতের পুতুল
         বোঝা দুষ্কর ...

সোনালী মন্ডল আইচ


1 comment:

  1. তরঙ্গের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা যারপরনাই ...

    ReplyDelete