কবিতা (সাধারণ বিভাগ)
ভাঙা চুড়ি
কাঁচের চুড়ি ভাঙলি যখন
টুকরো গুলো কুড়িয়ে রাখ
পরের বসন্তে আসিস যদি ....
অপেক্ষাতে খালি হাত.....
প্রথম শাড়ি ,ঘোমটা টানা
সবটুকুতেই বসন্ত আজ
মুগ্ধ চোখই আয়না আমার
কিশোরী রাই এর বধূর সাজ
মুখ ঘোড়ালি মন ফেরালি দেখলিনা তো তাকিয়ে আর,
পরের বসন্তে আসিস যদি অপেক্ষায় আজও.....
খালি হাত।
ঢেউ
পথ চলতি একলা ঢেউ
আজও ঝাপটায় ভেজায় কখনো চোখ,কখনো বা খোলা চুল
ঝিনুক কুড়িয়ে ফেরা একলা মেয়ে আজও তোরই অপেক্ষায়,যদি ফেরাস কোনো বিসর্জনের স্মৃতি
ভেজা কাজল প্রশ্ন করে
আজও এলোমেলো করিস তুই?আজও পার ভাঙ্গিস?
ঢেউ বলে এ পার ভেঙ্গেই তো ওপার গড়ি
চলনা বাঁধবি ঘর ওপারে
কি এসে যায় এপার ওপার
মিথ্যা নামের পরিচয়ে।
পিয়ালী সাহা নাগপুর - মহারাষ্ট্র |
বেশ ভাল লাগল৷সহজ কথাদের খেলা!
ReplyDelete