কবিতা (কবিতার ল্যাব)
বিক্ষিপ্ত নিশানার সরলচিত্র
আগামী শব্দপথে জন্ম নিক জলমরচের কাজলভোর
৮পৌরে সকালের হলুদ কপাল কাটে চন্দনের আতর
প লাশ কাটা শ্বাসতরলে বিনিময়ের ডুবন্ত বাগান
যেখানে আবেগ=মুহুর্তের শ্বাসস্রোত
ক্লান্ত ফ্যানায় সময়ের বুদবুদে ০ ০ খেলি চৌকো বক্সে
নির্দোষ আয়নার হাতে আঁকি ৯ঘর বসন্ত
৯ =ন য় ≠ ominous
উরন্ত রোদের মুখ থেকে
ফুলমলাটে ঢেকে চেতনার মৃত্যু
চেটে নেয় রোদের ফোস্কা।অহেতুক রক্তে উন্মাদনা
অক্ষত ঝাউপাতায় টুকরোটুকরো সূর্য র হ স্য
খোদাই করি পৃথিবীর ছাদ→তোমার বুকবাতি
আলোর ফোয়ারায় অকাতরে ভেজাই নিয়মের মাদকতা
তোমার চুমু = ১পেয়ালা সমুদ্র তুলেদি অবশ দুপুরে
২ঠোঁট ছুলেই জখমের পথ নীলনদ হয়ে যায়
অনুরূপা পালচৌধুরী |
No comments:
Post a Comment