কবিতা (সাধারণ বিভাগ)
অসমাপ্ত
একটা উগ্র অসুখের গন্ধে ম ম করছে চারিদিক
ঠোঁট থেকে সরে গেছে দাবানল,
একরাশ কালো অন্ধকার...
ঢেকে দেয় পরিনত শরীর।
সূর্য উঠবে কুকুরদের ঘুম ভাঙবে।
আজও শহর জুড়ে শুধুই হাসি,
একমুঠো পিশাচ হাওয়া
লাইভ ক্যামেরা প্রয়াসী প্রাণ ছুঁয়ে দেয়...
কামনা আচঁড় বসায় যৌনাংগে।
বসন্তের বাতাস থেমেছে, আর তার দূরে,
সমস্ত স্ট্রিট লাইট লজ্জায়
লজ্জায়.....
কত ইচ্ছে অসমাপ্ত রয়ে গেল আজ।
No comments:
Post a Comment