এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পঞ্চমী গোল



কবিতা (সাধারণ বিভাগ)




মোহনার টানে

মোহময়ী মোহনা
মানুষের মননকে হেঁইয়ো টান মারে।
নর্তকী হতে নদীর গুরু লাগে না
যে সৌন্দর্যের টানে তুমি ছুটে চলো বারে বারে
তুমি কি বোঝ সেই পথটুকু যেতে কত রক্ত ঝরে
নদীর দুই পাড়ে?



জাগো নারী

কেন দু'চোখ জলে ভরাও?
একটু রুখে তো দাঁড়াও!

জল ঝরিয়ে ঐ সুন্দর আঁখি
জীবনের প্রতি প্রতিশ্রুতি ম্লানালোকে রেখো না ঢাকি।

যা কিছু করার আছে এখনি করার
অবগুন্ঠিত বাধ‍্য জীবনে বারবার
চেরা-সম্পর্ক সন্ধানের দরকার আছে কি আর?

No comments:

Post a Comment