কবিতা (সাধারণ বিভাগ)
ছাইপাঁশ
(১)
আবার তুমি ফুরিয়ে যেও অন্ধকার বেড়ে গেলে...
চোখের কোলে ভাঁজ... প্রাচীণ গুহা গভীরে...
সয়ে এলে চোখ
ধ্রুবতারা দেখছি রাস্তা বাতলাবার মতলবে...
(২)
আকাশ মাপা শেষ হলে বিছিয়ে দেব আত্মা...
গুটিয়ে পাকিয়ে বান্ডিল বেঁধে সমর্পণে ধুয়ে নিই দেহ...
নিংড়ে নিয়ে আলোর রেণু
দুটো প্রজাপতি ছেড়ে দেব বাগানে...
(৩)
সমাপ্তিহীন গেয়ে যেও গান...
অতুলনীয় কিছু সান্ধ্য রাগ মেহ্ফিলে।
ফুরুলে রাতের সওগাত,
সাদা ফুল ঝরে যাবে রোজ।
আর, হাতের মুঠোয় ভেজা আঘ্রাণ
সাজিতে ভরে ছড়িয়েছে--
শুভ সকালে দেবতার আহবান।
ফিরে এসো লিমিটেরা বেড়া থেকে...
পরিযায়ী পাখি হয়ে,
চেনা দোকানের রকে।
স্টক মিলিয়ে নিতে নিতে,
ভুল হলে হিসাবে,
ফেলে আসা সময়ের দাম টুকে নিও...
রোদলেখা জানলায় সুর শুনে শুনে...
No comments:
Post a Comment