এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

উজ্জ্বল ঘোষ



কবিতা (সাধারণ বিভাগ)




                  ।।  অবৈধ ।।

                          মা
                  কালো ক্ষিপ্র
            লড়ছে জাগছে বাঁচছে
তীরশিশু আগন্তুক আলোগর্ভ ইনকিলাব
              কইছে সইছে বইছে
                     ফর্সা নরম
                        মেয়ে




           
।। গুছিয়ে নিন ।।

কি যেন বলছিলাম?
ও হ্যাঁ, এলোমেলো
এলোমেলোই তো! নয়?
রক্ত এলোমেলো, অন্ধকার এলোমেলো আর
সৃষ্টি এলোমেলো হবে না?
কত কাণ্ডকারখানা করে কসমস হল
তার ভেতরে আবার কেওস!
এই গুছোই তো এই এলোমেলো...

দেখুন, প্রশ্নপত্র পেয়ে গেছি
আর উৎকন্ঠা নয়
এবার উত্তর লিখব
কাঁপা ভূমির এলোমেলো উত্তর
গুছিয়ে নিন




।।ঝরনাদি।।

ঝরনাদি, কেমন আছো?
কোথায় থাকো তুমি এখন?
মনে পড়ে তোমার গতুর ধানকলের পাশে সবেদাতলা?
তুমি ছিলে আমাদের ক্যাপ্টেন।
মনে পড়ে তোমার 'ঝপঝপাটি পানেরবাটি '?
'পাতালুকুনি', 'ভাত খাই,খেয়ে গোবর দিই ',
'রাজার মুখ দেখলে পরে খেলব না খেলব না'?
তুমি ছিলে 'বুড়ি বসন্ত'-র রাণী।
তোমার কাছেই তো শিখেছিলাম খেলা...

জানো ঝরনাদি, তুমি যখন তলোয়ার হয়ে
'দ'-এর জলে ঝাঁপাতে, আমার অপাপবিদ্ধ
কিশোর হাঁ-এর ভিতরে আমি
একটু একটু করে বড় হয়ে উঠতাম...

তোমার তলোয়ারে মরচে পড়ে গেছে,না?
আর তোমার মেয়ে? তোমার মেয়ে খেলে?
ওকে শিখিয়েছ ওই খেলাগুলো?
নাকি শুধুই রান্না কর?
আচ্ছা, একশো মিটার, দুশো মিটার
লঙ জাম্পের পদক গুলো কোথায় রেখেছ?
রান্নাঘরে?

জানো ঝরনাদি, আমার ছোট শহর।
খুঁজলেই এখানে মাটি পাওয়া যায়।
মাটির মানুষও।
এখানে বাড়িগুলো তলার পর তলা মনখারাপ সাজিয়ে
সূর্যকে আড়াল ক'রে দেয় না এখনো।
মোড়লদের মত অত বড় না হলেও
দু'একটা আম বাগানও আছে আমার শহরে।
বাঁকা নদী আছে। বাঁকা পথও আছে।

তুমি কোথায় আছো ঝরনাদি?

উজ্জ্বল ঘোষ

প্রেমিক, সাধক, পাগল আর কবিতায় বিশ্বাস রাখি...

মালঞ্চ
ডিভিসি মোড়(নর্থ)
শ্রীপল্লী :পূর্ব বর্ধমান
৭১৩১০৩
মোঃ ৭৯০৮৫২৯০১১
৯৮৩২৭৯৭১৬৭

No comments:

Post a Comment