ছড়াক্কা
মা সরস্বতী
শ্বেত পদ্মাসনা দেবী মাতা সরস্বতী
মরাল বাহনা দেবী তমোহরা
ষড়ৈশ্বর্য দাত্রী পূর্ণ জ্যোতি: ভরা
গীত রত্নময়ী তুমি বিশ্বরূপা
ভক্তি অর্ঘ্য নাও অক্ষর স্বরূপা
কৃপা করো মাগো অজ্ঞান অধম প্রতি।
ভুতুম সোনা কই
ভূত বলল ভূতনিকে,"আমার ভুতুম সোনা কই?"
ভূতনি বলল ,"শোন ভূতো
ভুতুম আমার তোরও তো
আমি একাই রাখবো খোঁজ
চলবে না আর রোজ রোজ
ভালো করে দেখগে খুঁজে ঘুরছে কোথায় টই টই"।
পিকনিক
এই শীতে চল যাই বকখালি পিকনিকে
বেগুন ভাজা মুগের ডাল
কষা মাংস একটু ঝাল
হিং কচুরি মটর শুঁটি
লুকোচুরি ছোটাছুটি
কড়া কফি খেতে হবে চাই তাই নিমকিকে।
সাতকাহন
পেঁচা কয় ইদুঁরকে,"শোন রে ভুঁড়ো গণেশ বাহন
তুই হলি সিঁদ কাঁটা চোর
উচ্ছিষ্ট তেই নজর তোর
জানিস আমি বাহন কার
যার পুজো হয় গুরুবার"
ইঁদুর বলে,"দিনকানারে শোনাসনে সাতকাহন"।
বিসর্জন
সিদুঁর খেলা সাঙ্গ হলো বুকে ব্যথার বীণ
শরৎ মেঘে কান্না ঝরে
মা চলেছেন নিজের ঘরে
বিসর্জনের বাজনা বাজে
মন বসে না কোনো কাজে
যাসনে মাগো শিবের কাছে থাক না দুটো দিন।
পরিচিতি
সবিতা বিশ্বাস। মাজদিয়া নদীয়া 741507
এম এস সি (অঙ্ক) ।অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী। গ্রন্থ -পাঁচ । বাচিক শিল্পী,নাটক পরিবেশন ও পরিচালনা , লেখা লিখি।সমাজসেবা।
কলতান সাংস্কৃতিক সংস্থার (29) প্রতিষ্ঠাতা ও পরিচালক।ছড়াক্কা সদস্য।
No comments:
Post a Comment