কবিতা (সাধারণ বিভাগ)
অবন্তিকা তোমাকে
পৃথিবীর অদ্ভুত পা বেরিয়ে এসেছে
সিরিয়াল কিলারের
জিব যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে
সে খেলা চালিয়ে যায় এই কথা
ভেবে রেফারি পূর্বেই নিহত
আনন্দ উল্লাসের হত্যার ভিতর
তোমার নামটি এলেই রক্তের রঙে মুছে যায়
সাজানো বসন্ত
কথা বলে একে ফরটি সেভেন
ধূপ আর মোমবাতির ভিতর
পায়রা ওড়ার কল্পনা করে তোমার লাশ
আর গুলশানে গুল খিলানোর গান
পৃথিবীর অদ্ভুত পা বেরিয়ে এসেছে
সিরিয়াল কিলারের
জিব যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে
সে খেলা চালিয়ে যায় এই কথা
ভেবে রেফারি পূর্বেই নিহত
আনন্দ উল্লাসের হত্যার ভিতর
তোমার নামটি এলেই রক্তের রঙে মুছে যায়
সাজানো বসন্ত
কথা বলে একে ফরটি সেভেন
ধূপ আর মোমবাতির ভিতর
পায়রা ওড়ার কল্পনা করে তোমার লাশ
আর গুলশানে গুল খিলানোর গান
বইমেলা বিষয়ক
মুখবই থেকে সরে উট
মুখ গুঁজে বইয়ের মেলায়
অক্ষর খায়
কোনো শব্দ নেই এই খেলায়
রঙিন বা সাদা মোড়কের উপর নাম
চোখ ভরে নেয়
বেরিয়ে আসতে না পারায়
দেখো কারা নিয়ে যাচ্ছে তাকে
পৃথিবীর বইজেলখানায়
প্রকাশিত হচ্ছে সে নির্বিকার
দেবাশিস মুখোপাধ্যায় |
No comments:
Post a Comment