কবিতা (সাধারণ বিভাগ)
সম্পর্ক
কারণ মা সবই জানেন
গালে চুমা দেবেন অথবা চড়, সে তাঁর ইচ্ছে
ঘাড় কাত করে পার হয়ে যাব চৌকাঠ
একটা অ্যানড্রয়েড পৌঁছে দিতে পারে
সত্যি মিথ্যার বাইরে এক নতুন বাস্তবতায়
যেখানে সম্পর্কের ঠিকানা লেখা নেই
নিবিড় সহবাসে আড়ালহীন অরণ্য যাপন
চোখ খোলা কী বন্ধ, কিছু কি এসে যায়?
প্রজাপতি এ ফুল ও ফুল নির্লিপ্ত ডানায়
বদলে যাই
ভালো থাকার রকম সকম বদলে যাচ্ছে
ঘর-বন্দি নিয়ন আলোয় সুখ কিছু কম পড়ে
খোলা জানালায় ধুলো মাখা রাস্তার কোলাহল
তখন ছাদে তারার আলোয় নিসর্গ সাধনা
দূরের নক্ষত্রের সাথে অন্তরঙ্গ দৃষ্টি বিনিময়
হাল্কা হতে থাকা শরীর দুলে উঠলে
অদৃশ্য ডানায় এক লৌকিক উদ্যান
ফুল তুলে নিয়ে গেলেও সঞ্চিত ঘ্রাণ বাতাসে
সবুজ পাতায় বিষাদ, বিচ্ছেদের কষ গড়ায়
সিঁড়ির ল্যান্ডিং দিক বদলে ছুঁয়ে ফেলে মাটি
বুকে পিঠে শূন্যতা জড়িয়ে ঘুরে যায় পৃথিবী
নাগরদোলায় বসে নির্ভুল মেরুন টিপ আঁকো
নির্দিষ্ট পেরেকে ঝোলানো বাজারের ব্যাগ
মেঘের পর্দার ফাঁকে চাঁদের উঁকি ঝুঁকি
বারোমাসে তেরো পার্বন আঁচলে বাঁধা অসুখ
অমল বসু |
No comments:
Post a Comment