এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শ্যামশ্রী রায় কর্মকার



কবিতা (সাধারণ বিভাগ)



গদ্যনিভ

একটি আদ্যোপান্ত গদ্য লিখব বলে
হা ক্লান্ত কলম ধরে বসে আছি
অক্ষর খসে যাচ্ছে হাওয়ায়
ধ্যানমগ্ন বল্মীকের স্তূপ থেকে
আশ্চর্য উড়ান মেলছে  আকাঙ্ক্ষার বীজ
এক একটি শব্দের দেহে  তিরতির করে কাঁপছে আমার যাপন
একটি আদ্যোপান্ত গদ্যের ভিতর
ক্রমশ কবিতা হয়ে উঠছে মৃত্যু আর প্রেম।



কতবার তোমাকে ডেকেছি

বিপুল মেঘের নীচে হেঁটে এলে তুমি
সুডোল পায়ের পাতা  ছুঁয়ে  গেল তমসার জল
তোমার চোখের মত  নির্জন দেবদারু গাছ
বৃষ্টিগন্ধময়, বিকেলের পাড়ে
আমার অলীক  হাত প্রতিদিন উড়ে যায়
বুড়ির সুতোর টানে মাঠের ওধারে।

কতবার তোমাকে ডেকেছি,
ছুটে এসো,হাতখানা ধরো
উধাও হবার আগে একবার নির্ভর কর
বিষাদ ঘাসের বনে মেলে দাও কবোষ্ণ মুখ
গতজন্মের ছায়া বুকে নিয়ে চাঁদ শুয়ে থাক
সোনালি বীজের ফল টুপটুপ ঝরে যাক আমাদের বুকে।


শ্যামশ্রী রায় কর্মকার
পরিচিতি : লেখক, সম্পাদক, কবি ও শিক্ষিকা। প্রকাশিত বই 'বব ডিলান,অন্তহীন যাত্রা', 'বিটলস,বদলের তালে তালে'। বোধ পত্রিকার সাহিত্যপাতা সম্পাদনা করেন, ‘সাহিত্য এখন’ ব্লগজিনের সম্পাদক।


No comments:

Post a Comment