কবিতা (সাধারণ বিভাগ)
যমুনা এক্সপ্রেস
শেষ ট্রেন চলে গেলে
উঠে পড়ে যমুনা, আর নয়
রেল লাইনের ওধারে ভোর হয়ে এলো।
পুকুরে নেমে আলতো করে সে
রেখে আসে গতরাতের স্মৃতিচিহ্নগুলো
মকতবের পথে হেঁটে যায়
একদল কচি-কাঁচা দূর্বা
পবিত্র মনে যমুনা-ও হেঁটে আসে দু'পা
হৃদয়ের পায়ে পায়ে, সাদা ছড়ি হাতে।
বলি, দুঃখ নেই। তোকে আলো এনে দেব
শৈশব কৈশোর অবাধ স্নেহ
মা-বাবার আদর সব...
মেয়েটি হাসে, শোনো
তুলা উড়ে গেলে কার্পাস
কোনো শোক রাখে না।
শেষ ট্রেন চলে গেলে
উঠে পড়ে যমুনা, আর নয়
রেল লাইনের ওধারে ভোর হয়ে এলো।
পুকুরে নেমে আলতো করে সে
রেখে আসে গতরাতের স্মৃতিচিহ্নগুলো
মকতবের পথে হেঁটে যায়
একদল কচি-কাঁচা দূর্বা
পবিত্র মনে যমুনা-ও হেঁটে আসে দু'পা
হৃদয়ের পায়ে পায়ে, সাদা ছড়ি হাতে।
বলি, দুঃখ নেই। তোকে আলো এনে দেব
শৈশব কৈশোর অবাধ স্নেহ
মা-বাবার আদর সব...
মেয়েটি হাসে, শোনো
তুলা উড়ে গেলে কার্পাস
কোনো শোক রাখে না।
একটা ব্যক্তিগত সকাল
গোপনে বাড়ছে অচেনা জলজ
ঘাই দেয়া ঘুম
রেখে গেছে প্রচন্ড মাথাধরা।
পাশ ফিরে নাক ডাকছে
অপরিচিতা কেউ,
সংগম শেষে সব পুরুষই তা ভাবে
তবু, রাত পেরোলে
আশা করে বেড-টি।
নাহ্, সময় নেই
স্নান সেরে আমাকে এক্ষুণি
বেরোতে হবে।
আরিফুর রহমান |
কবি পরিচিতিঃ
জন্ম ৩১ মে, ১৯৮৩ নিশ্চিন্তপুর, জামালপুর, বাংলাদেশ। ভালো লাগে, মানুষ ও প্রকৃতি। লেখালেখি, কবিতা গল্প সায়েন্স ফিকশন...। পেশা, শিক্ষকতা। অবসরের সঙ্গী, বই গান আর মেয়ে আরিশা রহমান।
No comments:
Post a Comment