এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

লক্ষ্মীকান্ত মণ্ডল



কবিতা (সাধারণ বিভাগ)



ভিন্নতা ও আকাশ

স্পর্শের ভিতরও আকাশ

     সন্ধ্যাউর্বর বেদনার দহনে
                  ভেঙেচুরে মূক অশ্রু
পদ্মপাতার জলে ফাঁকা মাঠের নিঃশব্দ  
                     ঝুঁকে পড়ছে আঁচল ---

   সামান্য মাথা হেলিয়ে স্বপ্নের খোঁজ
           প্রয়োজনে
          তুমুল জড়িয়ে যাওয়া দখিনা চোখ
নিড়ানি টানতে টানতে রোমশ খড়কুটোয়
কান্নাগুলো বারবার
                         তিরতির নদীঘাট
                                       প্রতীক্ষা
  বৈকালিক চেতনায়
                  নিঃসম্বল একটা দুটো মেঘ
                           ফুটে উঠেছে সাদা পাতা
      সন্ন্যাস নিলো শঙ্খচিল





সন্ধিপথ

আকাশের নৈঃশব্দ্যে ছায়াপথ আর চাঁদ
                            সাজিয়ে রেখেছি
              গাছ গাছালির সাত সমুদ্র
    নদীটিও ছুটে যায়       
হিম ছোপানো বল্কলে

অরণ্য শরীর নিয়ে সন্ধিতে ফোটে ফুল
                            সময় খণ্ড করে
                   বাজুক করতল     
             ধুলোর ছাপে সান্ধ্য বিভ্রম
প্রথমত - আজও আর্তনাদ বাজে

কে প্রজাপতি বা ঝর্ণা হরিণ
                          সব সংযম
                  পুড়ে খাক হওয়ার পূর্বে
        সুরভি গুলো ক্লান্ত
প্রদীপ জ্বালিয়ে আটকে দিই ইচ্ছামৃত্যুর
মাধবীলতা

সৌরতাপ নিয়ে তৃষ্ণার্ত পথিকেরা




আন্তর্শ্বাস

হাপিত্যেশে বেঁচে থাকে সমস্ত নদী
                             দাঁড়িয়ে আছে
                                কবুতর
              ছিন্নকাকতাড়ুয়ার দীর্ঘ মাঠ
 ঘনিষ্ঠ বাগানের সঙ্গীতে জন্ম নেয়
                                            দহন
ইতিউতি ছড়ানো শিশির মাখা শালুক ফুল-

একটু ফোঁকর খুঁজে
           খিদে মরে যাওয়া বুকের ভিতর
                                         রোদ নামে
আবহ স্রোতে  শরীরের কারুকাজ        
          ঝরাপাতার অবশ উষ্ণতায়
              শীতের শরীর
                           কুড়িয়ে নেয়
                      মুক্তির অভিযোগ

শেষ রাতের ঘুমে অতলান্ত দ্বারকা নগরী--


লক্ষ্মীকান্ত মণ্ডল
বরদা;মোহাড়
পশ্চিম মেদিনীপুর -৭২১১৬১
মোবাইল - ৯৭৩৩৬০২৯০৩
মেল-mandallk69@gmail.com


1 comment:

  1. তিনটি কবিতাই সুন্দর।
    একরাশ ভালো লাগা।

    ReplyDelete