কবিতা (সাধারণ বিভাগ)
এই জীবন
ভেবে ছিলাম এই ভাবে
একটার পর একটা ভালোবাসার ইমোজি পাঠিয়ে
কাটিয়ে দেবো এই জীবন ;
রং হবে দুধে-আলতা
সম্পর্কের নেশায় বুঁদ হয়ে
একটার পর একটা শৃঙ্গ জয় করব
হারিয়ে দেব দুরারোগ্য ব্যাধি ।
কিন্তু হঠাৎ একদিন দেখলাম প্রতিপক্ষ শিবিরে
দাঁড়িয়ে আছে ঈশ্বর , দোদুল্যমান মৃত সভ্যতা
ও রাষ্ট্র ;
তারপর ঈশ্বর একদিন স্বপ্নে দেখা দিয়ে একটা
সিঁদুরে বেলপাতা দিয়ে গেল ,
সেই বেলপাতার পিছনে ছুটতে ছুটতে
আমি দেখলাম
তোর ঠান্ডা রক্তে ভেসে গিয়েছে
গ্রামের পর গ্রাম
আর আমাদের সম্পর্ক ।
ভেবে ছিলাম এই ভাবে
একটার পর একটা ভালোবাসার ইমোজি পাঠিয়ে
কাটিয়ে দেবো এই জীবন ;
রং হবে দুধে-আলতা
সম্পর্কের নেশায় বুঁদ হয়ে
একটার পর একটা শৃঙ্গ জয় করব
হারিয়ে দেব দুরারোগ্য ব্যাধি ।
কিন্তু হঠাৎ একদিন দেখলাম প্রতিপক্ষ শিবিরে
দাঁড়িয়ে আছে ঈশ্বর , দোদুল্যমান মৃত সভ্যতা
ও রাষ্ট্র ;
তারপর ঈশ্বর একদিন স্বপ্নে দেখা দিয়ে একটা
সিঁদুরে বেলপাতা দিয়ে গেল ,
সেই বেলপাতার পিছনে ছুটতে ছুটতে
আমি দেখলাম
তোর ঠান্ডা রক্তে ভেসে গিয়েছে
গ্রামের পর গ্রাম
আর আমাদের সম্পর্ক ।
দুর্যোগ
এইসব দুর্যোগের দুপুরে
কিশোরীর কোলে নেমে আসে কালঘুম
বেলা কমে আসে ,
পথিক রোজকার মতো আজও পথ হারায়
ছায়ারা বড় হয়
দিনবদলের গানেরা পুকুর পাড়ে আছড় খায় ;
ভিখারি দেখে , তার ঝোলায়
জমা হয়েছে ছোট , বড় , মাঝারি মাপের
শত শত সন্তর্পণে জমানো দুঃখ
এরপরই অন্ধকার নেমে আসে
মানুষের ভেতরের গোপন পশুটি
শুয়ে পড়ে
আবার জাগবে বলে ।
আকাশ সৎপতি |
পরিচিতি - জন্ম বাঁকুড়ার ইন্দপুর ব্লক - এর এক প্রত্যন্ত গ্রাম ভেদুয়াশোল-এ । বর্তমানে পুরুলিয়া-র সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তরে পাঠরত । প্রথম কবিতা সংকলন 'বিষ' (২০১৭) । বহু ইংরেজি ও বাংলা জার্নাল , ম্যাগাজিন , ই-ম্যাগাজিন ও সাময়িক পত্র-পত্রিকাতে ছড়িয়ে রয়েছে তার লেখা । কবিতা বেরিয়েছে বাংলাদেশ-ও ।
No comments:
Post a Comment