এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দিব‍্যায়ন সরকার



কবিতা (সাধারণ বিভাগ)



মৃতদেহ

অপাপবিদ্ধ নারী পুরুষের ভিড়ে মিশে আছে
একটি ছোট্ট মেয়ে
দুধ আলতা গায়ের রঙ, টানা টানা চোখ
থুতনিতে এক বিন্দু তিল আর গালে
মরূদ্যানের টোল।
ভিড়ে মিশে আছে আর একটা পুচকে ছেলে
ছাই চাপা গায়ের রঙ, কুতকুতে ঘোলা চোখ
বাঁ গালে লালাভ আভা।
এই অবধি গল্প ঠিক ছিল
এবারে প্রেমের ওজন পাথরে
জাতীয় জাতের দাড়িপাল্লা এনে
একসাথে বসানো হল দুজনকে - বালিশচাপা অবস্থায়
কেজি ষাটেক হবে, পাঠিয়ে দেওয়া হল মর্গে
যেখানে চোখ - কান - যকৃৎ আলাদা হবে তাদের
প্রচন্ড হর্ষধ্বনি, চিৎকার, বেঁচে যাওয়ার উৎফুল্লতা
এদের দুজনের সামনে বৃষ্টি হয়ে উঠছে
মিটিমিটি আলো দেওয়া জোনাকি দুটির দেহ
ঝাঁট দিয়ে ঘরের বাইরে ফেলে দিল কেউ।




প্রেমজ

শেষে কালজয়ী হয়ে ফেরে ভালোলাগা সব,
চিরকুট - চিঠিও তো ভালোবাসার রব,

জানি প্রেম আজ জয়ী
তবু বারেবারে শুনবই

মান অভিমান আর হুটোপুটি আদরের কলরব


দিব‍্যায়ন সরকার

No comments:

Post a Comment