এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মৃণালিনী



কবিতা (সাধারণ বিভাগ)




আগ্রাসী অঙ্কুর সিরিজ


কায়া কথা বলে
আওয়াজ শোনে রাতের মরা চাঁদটাও
মাইক্রোফোনে বাঁধা বিশাল গহ্বর ছেড়ে
উঠে আসে পোষা টিয়ার বুলি।

সময়ের তিরতির বয়ে যাওয়া
বয়ে যায় অনেক কিছু
আবার
বারবার এক ফরমূলায়  কাজে ব্যস্ত কায়ার ছাইয়ের মস্তিস্ক।


ভায়োলিন মিষ্টি সুরে বাজতে থাকে
ছন্ ছন্ আওয়াজের পাশাপাশি
কায়ারাও স্তব্ধ হয়
মায়া লুকিয়ে কাঁদে ভরা জ্যোৎস্না রাতে।




গর্ভ নিরোধক পিল নিতে শুরু করেছি
জন্ম নেবে না অভিযোগ আর কোন প্রতিবাদ।


বাক্ রুদ্ধ ভাব- ভাষা
হাতের আঙুলগুলো ধর্ষিত হচ্ছে
শুকনো রক্তে লেখা ইতিহাস।


জীবাশ্মও সত্যি জানাতে  কথা বলে বিচিত্র ভাষায়
পড়তে পারবে কী  প্রবীণ-নবীন নতুন ভাষা!
আগামীর নবীন ভবিষ্যৎ...



ইতিহাস তোমার প্রতীক্ষায় আজও
রক্তমাখা নখের কান্নারা লুকিয়ে রেখেছি গর্ভ জীবাশ্মে।।





গিরগিটির অভিনয়ের ভারে কাঁধে অ্যাপেনডিক্স
শূন্য সিঁথি
লাল রক্ত সিঁদুরে ভরে যায়
যখন রক্তচোষা মশা ছুঁয়ে যায় কপাল ।।

মৃণালিনী
শিক্ষা : এম.এ, এম.এড
লেখিকা
পছন্দ : সাইকোলজি বিষয় নিয়ে পড়াশোনা ও ব‍্যক্তিগত গবেষণা।

No comments:

Post a Comment