এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সন্দীপ ভট্টাচার্য্য



কবিতা (সাধারণ বিভাগ)




একটি দিওয়ালি সন্ধ্যা

বারুদের আওয়াজ থেকে অনেক দূর
জোনাকির রাজ্যে এক দিওয়ালি সন্ধ্যা
অনভ্যস্ত মাসুম আঙুল দিয়ে খোঁজা
শরীরের ওম আর
নীরব চুম্বনে সেতারের ঝঙ্কার ,
বিষাদ ছোঁয়া শান্তিতেও
সে সুর বাজবে জানি।
ফুল হয়ে ছুঁয়ে যাওয়া আগুনের তরঙ্গে
বিমোহিত কস্তুরী, জ্বলার সুগন্ধ।
হৈমন্তী শিশিরে ভেজা সন্ধ্যাতারার দিব্যি
সহস্র বছরেও ভুলবোনা সে সৌরভ।




তবুও…

একটু হলেও আছি আমি
আছি সকাল বেলার চায়ের পাতায়
স্কুল ব্যাগের টিফিন কেক
আর ব্লাড প্রেসার ট্যাবলেটে,
অস্তিত্বের এই আশ্বাস টুকু বাঁচিয়ে রাখে ।
অপারগতার পাহাড় আটপৌরে অন্তপুরে
বিস্বাদ রাতের নৌকাবিলাসে মাস্তুল ভাঙা
মেঘের আড়ালে মুখ লুকিয়ে চাঁদ ।
তবুও এগিয়ে যাওয়া  সব ভুলে,
আসলে এগোতে হয়
এগোতে হয় প্রেমের দহন বেলায়
এগোতে হয় স্বপ্নের শীতল মৃত্যুর পরেও
শেষ চৈতী মেঘের বৃষ্টি হবার জন্য।





আমার শহর

নিয়নের আলোতে বিগতযৌবনা শহরের পসার ,
সস্তা মেকআপের মতো হাই রাইজড চোখ টানে রসিকের আর কামার্ত পুরুষ শুষে নিতে চায় তার শেষ রস টুকুও। বারান্দায় মানি প্লান্টে অভয়ারণ্য আর বাটির জলে পক্ষীপ্রেম - সে তখন সভ্যতার অন্তরালে খোঁজে আদিম নিস্তব্ধতা।
এ শহর আমার সবুজের গন্ধহীন।


সন্দীপ ভট্টাচার্য্য
মুম্বাই

No comments:

Post a Comment