এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শান্তনু পাত্র



কবিতা (সাধারণ বিভাগ)



স্বরযন্ত্র

মানুষের রং বদল দেখে
গিরগিটিও লজ্জা পায়
অমেরুদণ্ডীরা মুদ্গর নিয়ে
মুষল পর্ব খেলছে
মগ্নচড়া জমে ওঠে পুকুরে
পানকৌড়ির অদৃশ্য যাতায়াত।

ঘুম ভাঙ্গার পরেও স্বপ্নগুলি
আমার সাথে সাথে ছুটে বেড়ায়
সমান্তরাল রেললাইন ধরে
অভয়ারণ্যে পুনঃপুন গতায়াত
আমার স্বরযন্ত্র দিনে দিনে গম্ভীর হয়ে ওঠে।




মৌসিনরাম

সিঁদুরে মেঘের নীচে
ফানুস ভর্তি আকাশ
তালগাছে দুলছে বাবুই বাসা
হলুদ সোনাঝুরিতে মন্ত্রমুগ্ধ
হাতে তুলে পান করি
                  এক গ্লাস প্রেম।

আয়ুরেখা বাড়তে থাকে
আয়নায় সাঁতার কাটি
জোয়ারে ভাসে প্রতিচ্ছবি
কলমে শব্দের অভিব্যক্তি
আমার ডাইরি জুড়ে মৌসিনরাম।


শান্তনু পাত্র

মুচডাঙ্গা, আমরাল, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
শূন্য দশকে লেখালেখি শুরু।
বহু পত্র পত্রিকায় ( যেমন- 'দেয়ালা',
'রুখুডি', 'সাহিত্য স্বপ্ন', 'পার্বণ', 'বহিঃপ্রকাশ',
'কাঁকিল্যা', 'অন্তর্বর্তী শূন্যতা', 'সিন্যাপস',
'কারনেশন', 'এখন তরঙ্গ' ইত্যাদি) লেখা
প্রকাশিত হয়েছে।
কাব্যগ্রন্থ:- " জাতিস্মর "।
সম্পাদিত পত্রিকা:- " ঢলকিশোর "
যোগাযোগ:-santanupatra1984@gmail.com


No comments:

Post a Comment