এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়



কবিতা (সাধারণ বিভাগ)



নীলরঙা

কানে বয়ে বেড়ানো কয়েকটা শ্বেতশব্দ
যখন অবলীলায় আপন হয়ে ওঠে
তখন রঙ্গিন সেলোফেনের মধ্যে পেঁচিয়ে
হাঁসফাঁসে  আঁটোসাঁটো হ্যাংলামো
কখন ও পুঁটুলি  কখন ও খামি দিব্বি নিজের মত বেঁচে থাকে
অভিধানের ভাঁজে চাপা পরে সানাই আর রজনীগন্ধার মেলবন্ধন

উৎফুল্ল  মিষ্টি মিষ্টি সোহাগের কলোশ্বাসে
আমার মুখে নেমে এসেছে নীলাকাশে অজস্র তারার জোৎস্নালোক
আর আমার সমস্ত আশার এক গাণিতিক সংখ্যার বিপরীতে মনখারাপের হাহুতাশ

সব কিছু ছাপিয়েএক  হাঁটু ফুলকাটা ফ্রক
এক ঝটকায় কতখানি বড় হয়ে গেছিল
তা কেবল জানতো সেদিনের ওই
লালরঙা শাড়ি ।
তারপর থেকে  অগণিত রঙের মাঝে আজও  জ্বলজ্বলে ওই নীলরঙা

ময়ূর পেখমের  প্রতিটি ফাঁক ফোকরে ছড়িয়ে পড়ছে  সুখ  স্বাচ্ছন্দ
কোনো উজবুক ওই জায়গা নিতে পারেনি
সমস্ত রোমকূপ তিলতিল অপেক্ষায়
প্রেম চুঁয়ে পরে রামধনুতে
প্রজাপতির পাখা ঠোঁট ছুঁয়ে বলে
ভালো থাকিস নীলরঙা ...





মরীচিকা

নাম কেনায়  কি  জি .এস. টি বসেছে ?
বিষয় টা এত গোলমেলে
চাকুরে বাবুটি বুঝলেও চাকর টির নাগালের বাইরে।
যে বাবুটি দিনের শেষে  নাম কিনতে ব্যস্ত
পদ আর পুরস্কারে শোকেসে লেগেছে দাঙ্গা
ওই লকলকে আগুনে  মোম গলে না

অথচ হাতনে বসা চশমার ফাটা কাচের ব্যাকুলতা
এখন ও পারে লড়ে যেতে সত্যের সন্ধানে
যত টুকু পেয়েছি এটাই বা কম কিসের ?
সবটুকু তো  নিজের ।

একটা ভোর এখন ও আমায় দিয়ে যায়
শিশির বিন্দু , পাখির ডাক , ধোঁয়া ওঠা চা
বিচুলি গাদায় পেঁচা খুঁজে চলেছে কয়েক দানা
আমি তো অনেক পেয়েছি  , পেয়েছি তো অনেক ।
মরীচিকায় নাম খুঁজে না পাওয়ায়
মিথ ঝড় তোলে  নামগানে ....


মঞ্জু  বন্দ্যোপাধ্যায় রায়

No comments:

Post a Comment