এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অর্ণব গরাই




লিমেরিক



১)
ভজারাম বলে তবু পেটুক সে নয় ভোজনে
মাংসটা স্বাদু হলে খায় শুধু কিলো দুই ওজনে
পায়েসটা মোটামুটি
কাঁচা খায় বরবটি
শরীরটা রাখতে ভালো ডিম খায় দুই ডজনে ।


২)
মরিচিকা

অভাবের ঘরে ভালোবাসা কপর্দকহীন শুন্য
বেকারের ভালোবাসা বড়লোকের মেয়ের জন্য
লোকদেখানি ভালোবাসা
মরিচিকাময় রংতামাশা
খুঁজিস কেন পরশপাথর পাগল হয়ে হন্যে ।


৩)
পিরিতি আঁঠা

প্রেমের খেয়াল যেই না এলো মনের কোনে
অমনি চোখে সর্ষেফুল,এবার যাবি কোনখানে
প্রেমের আঁঠা চিটচিটে
বাচ্চা কোলে ফুটফুটে
ঝগড়া চেপে হৃদমাঝারে পিরিত করি একমনে ।

৪)
ইচ্ছে ডানা

ইচ্ছে করে যায় ওড়ে নীলআকাশের মধ্যিখানে
পাখীর মত ডানামেলে উল্কাপাতের সন্ধিক্ষনে
চাইতুম সব ইচ্ছে মত
অপূর্ণ সব ইচ্ছে যত
পেতাম যদি ইচ্ছেডানা দিতাম মিলে গগনপানে ।




হাইকু


১)
চার বছর
অবয়বে বসন্ত
নারী প্রস্তুত

২)
ক্ষুধার্ত চোখ
নেকড়ের নজর
শিকার চার


৩)
অথ সমাপ্তি
এক কামড়ে শেষ
প্রাপ্য ডেঙ্গুশ্রী ।

৪)
অজানা জ্বর
ভেকধারী ডাক্তার
অঙ্গুলীদৃষ্ট ।

৫)
মদের গ্লাস
কবি ডুবে প্রেমে
ছন্দ পতন

৬)
উর্বশী জেগে
শকুনের নজর
কৃষ্ণ উধাও

৭)
বিস্মৃত স্মৃতি
শুষ্ক গোলাপ হাতে
বিক্ষিপ্ত মন

৮)
উর্বর জমি
ইচ্ছে মতন চাষ
মা অন্তসত্বা

৯)
হঠাৎ প্রেম
নিছক ভালোবাসা
না যৌন সঙ্গী

১০)
রাজনীতিক
উন্মুক্ত বাতায়ন
মৌমাছি ভোঁ ভোঁ

১১)
নিস্তব্ধ পথ
আলো আঁধারী রাত
বিবস্ত্র লজ্জা

১২)
মানুষ পশু
আচারে ব্যবহারে
তফাৎ কম


No comments:

Post a Comment