এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মৌসুমী ভৌমিক



কবিতা (সাধারণ বিভাগ)



বইমেলা

আবার একটা বছর পার করে গেল মাঠ।

রোদ্দুর ঠায় দাঁড়িয়ে। বইগুলোর মাঝে
ছড়িয়ে ছিটিয়ে অনুরাগ, অনুযোগ।
পড়ন্ত শীতরোদে গা পোড়ায় কিছু গল্প গান ও।

চশমার কাঁচে গাম্ভীর্যের খোঁজে কিছু কবি।

কথারা উড়ে উড়ে মিশে যায় ধূলির ছন্দে।
খুঁজে নেয় ঘর।

আবার অপেক্ষায় বইমেলা।





ছড়াক্কা


আমার আমি

আমার আমি বড্ড একলা - বড্ড বড্ড স্বার্থপর ।
আমার আমি বড্ড কঠিন
কালবৈশাখী ঝড়।
আমার আমি আপন মাঝে
আপন অধীশ্বর।
আমার আমি আমাকেই খোঁজে-খোঁজে জীবনভর।


মৌসুমী ভৌমিক
বাসস্থান - হেমতাবাদ, উত্তর দিনাজপুর।
কর্মসূত্রে গ্যাংটকে থাকা।
অবসর সময়ে কবিতা লেখার প্রচেষ্টায় নিয়োজিত।

No comments:

Post a Comment