এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সঙ্গীতা মাইতি



কবিতা (সাধারণ বিভাগ)



কলঙ্ক

অন্ধকারের চোখ জুড়ে নিরুক্ত আলোচনা
নিহিত কলঙ্কের সন্তাপ!
প্রতিকূল স্বর গর্জায়-
ওঠে পাড় ভাঙবার ঝনাৎকার।
শকুনির দৃষ্টি ঘৃণার পেঁজামেঘ,
আঁচড় পড়ে চাঁদের গায়ে।
গুপ্ত কুঠুরিতে হৃৎপিন্ডের তুমুলতা
কুরে কুরে খায় কৃতঘ্ন সময়।
আড়ালে নতজানু আলোর সমস্বর
পাপ হাত ধুয়ে থাপ্পর দেয়
শান্ত সকালের গালে-
প্রতিবাদ দগদগে কলঙ্ক!




অভিমান

অভিমান জমে জমে রাগ
রাগ জমে আবহবিকার
উষ্ণতার মিছিলে শিরায় শিরায়
ফেটে চৌচির।
ভালোলাগার কাঁচামিঠে রোদে
সংস্কারহীন ঝুল বারান্দা।
সিঁড়ি বেয়ে ওঠা অন্তরঙ্গতা
উঠতে উঠতে থার্মোমিটারের মাথায়,
আঁকিবুকি অব্যক্ত শব্দেরা
ঘনীভূত মাদকতা নিয়ে
নাইট্রাস অক্সাইডের মতো
হলুদ কালো নকশাকাটা বাঘিনী।
জন্ম নেয়- অস্পষ্ট চেতনায়!

No comments:

Post a Comment