এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

লক্ষ্মণ ভাণ্ডারী



ছড়া



রবিবারে হাট বসেছে

গাঁয়ের রাঙা রাস্তার ধারে,
বোঝাই মাথায় এসেছে সবাই অজয় নদীর পারে।


    রবিবারে আজ          বসেছে হাট
               অজয় নদীর ঘাটে,
    জিনিসপত্র এনে        জুটেছে হেথায়
              আজকে সবাই হাটে।


গাঁয়ের মাঝি নদীর জলে মাল বোঝাই তরী ছাড়ে।
বোঝাই মাথায় এসেছে সবাই অজয় নদীর পারে।


      কেউবা আনে           কুমড়ো কচু
            কেউ বা আনে শাক,
      নদীর পারে            হাট বসেছে
            শোনা যায় হাঁক-ডাক।


মেঠো পথ ধরে সব হাটুরে ছুটিছে তাড়াতাড়ি,
রাঙাপথে কুমোরেরা আসে মাথায় মাটির হাঁড়ি।


   চাষীরা আনে            চালের বস্তা
         বোঝাই করা গরুর গাড়ি,
  বাঁশিওয়ালা              এনেছে বাঁশি
         তাঁতি ভাই এনেছে শাড়ি।


বিকেল হলে বেচাকেনা সেরে সবাই ফেরে বাড়ি,
নদীর কিনারে থাকে শুধু পড়ে ভাঙা মাটির হাঁড়ি।


     রাত্রি নিঝুম            কেউ নাই হাটে
           শেয়ালেরা হেথা কাঁদে,
     জোনাকির দল          দিতেছে টহল
           গাছে গাছে নদীর বাঁধে।


পথের বাঁকে কুকুরগুলো আসে ঘেউ ঘেউ ডাক ছাড়ি।
রাতের আকাশে তারারা হাসে চাঁদ বুঝি দিয়েছে পাড়ি।

লক্ষণ ভান্ডারী

1 comment: