এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সমাপিকা নাথ



কবিতা (সাধারণ বিভাগ)



তপস্বিনী

আমি তো শুধুই একখান চিলেকোঠা চেয়েছিলাম
যেখানে রাতভোর সময় পাওয়া যায়
চাঁদের সবকটা দাগ হাতড়ে দেখা যায়
যেখানে চুপিচুপি আকাশ মাঠকে দেখে
আলতো করে ছুঁয়ে যায় ব্যথা গুলো
ঠিক সেইখানে মাটি কোপানোর শখ ছিল
ভেবেছিলাম তোমায় ভেবে চোখ বুজব এক রাত
আমিও চেখে দেখব জাহ্নবীর শ্রান্ত স্বর
যৌবনের প্রথম শিহরণে বজ্রাঘাত
যেন কোন দুর্বাসার অভিশাপ
ঠান্ডা কফিশপে এক কাপ উষ্ণ ধোঁয়া____শ্বাস রোধ করে
কলশিতে কালশিটে পড়ে
দুচোখেতে তুমি যেন নেশা হয়ে নামো
আমার মন আজও অন্তঃসত্ত্বা
আমি যুগ যুগ ধরে পুষে গেছি হিজলের ভাঙ্গা হাড়
অবশ্য তপস্বীনী নামে তোমরা তো শুধু গান্ধারীকেই চেনো..।।



সে ভালই আছে

নাহ্ঃ! তাকে আর ডেকো না..
ভাঙ্গিয়ো না তার ঘুম
তোমার প্রতি ঝড়ের রাতে
ছিল সে রাজসাক্ষী স্বরুপ।
তার পাশে পড়ে আছে কবিতার লাশ
তারা খুন হয়েছিল ..
গুমখুন
বিচ্ছেদপ্রিয় দেশে সে খুঁজেছিল তোমার ডাকনাম..
কাঁটাতারে তার রক্তের দাগ..
একবার নয় ছুঁতে তার রুপ
থেমে যেত সমস্ত বিদ্রুপ..
আজ শতকোটি কোলাহলে তোমার চেনা নাম..
আর খুঁজো না তাকে..
'সে ভালো আছে'..এই গুজবে ফিরে যাও ঘরে..
তোমাদের ভালোবাসা তো চিনি..
সেই তো শেষে বিসর্জন ই দেবে..।।


No comments:

Post a Comment