এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অহনা সরকার



কবিতা (সাধারণ বিভাগ)



চোখঘুমে

দুশো বাইশপাতা পর্যন্ত শুধু নাম। তারপরেই শুরু ঠিকানা। তবে বিস্ময় এটাও ঘুমের মধ্যে এক ভিনরাজ্য! ২০/২২ বছরের এক সধবা'কে নিয়ে হাঁটতে বেরিয়েছে! যতদূর জানি গহীন পূবের এই দেশে শীত এখনও তরতাজা। খুঁদ কঁড়োর মতো মাঝে মাঝে কিছু দক্ষিণ হাওয়া! তাও বোধহয় পর্দা ভুল করে মাঝে মাঝে! যাক গে, এসবের আসলে কোন খবর ছিলই না

পাশ ফিরে, একটা গোয়েন্দা মার্কা ভূতের গল্প। মানুষ খুন করতে ঠিক কি ভাবে অন্ধকার কাজে লাগায় সলতে তারই বছর ঝলক! কিন্তু ওই যে! রাতের অশ্লীলতা ন্যাংটা পেরেকের গায়ে সাদামাটা পায়জামার গিঁট

পাতা উল্টে ভাবলাম একটা কবিতা লিখি! বা বার্তা না হোক বর্তায় এমন কোন বাতিলও লেখা যেতে পারে! ওদিকে ভিনরাজ্য ততক্ষণে বেজায় লম্প*! না আলোটা নেভানো জরুরী। এবার শুরু করা যাক


দাঁড় পাখি

অথচ জানার ছিল। কাল বা
বিপ্লবের পাশে, মুদির মা শরীর
খারাপের ন্যাকড়া শুকাতে দিয়েছে। খুঁদে খুঁদে বাষ্পাভিমান!

সকাল তখন। হেডফোনের মাথাটা
বিরাটটট শূন্য বাটখারায়
কাটাকুটি'র এইমাত্র নিজেকে আলাদা করার শব্দ।

জল আসলে সহবাস
পাশ রেখেই
মৃত হরিণের ফুলশয্যায় অনুপস্থিত স্বয়ং

অহনা সরকার

1 comment:

  1. ।।ভিন্ন থেকে বিভিন্ন স্বাদ। আরো পড়বার অপেক্ষায় রইলাম।।

    ReplyDelete