এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দীপ মন্ডল



কবিতা




আশা ও আলো

এখানে একটি দুটি তারার আলাপ--তবে অনিবার্য
মেঠোপথ ও গাবগাছ
গ্রামীণ গন্ধ ছড়ালে আমি নিচুমেঘ
সাদা ও ধূসর
আলোকস্তম্ভের উপরে এখনও গাঢ়রাত
তার নিচে হেঁটে যাচ্ছে নগরের নিয়নবাতি
চিতলহরিণের মত ভেসে যাচ্ছে একফালি মান্দ্যমেঘ
জেগে উঠছে চিরহরিৎ বন
কে ছোঁবে---
হে ঈশ্বর !

এখানে সবে শেষ হল নিশীথ
নরওয়েতে হেসে ওঠছে শসূর্য--যেন শনিবলয়
হেলছে হিলিয়াম ---কোথাও হ্রাস
আশার অনুতাপে আমরা পুড়ছি
যেভাবে সূর্য পুড়তে পুড়তে আমাদের দেয় একমুঠো আলো।



আবার ফিরবে এই আবাদে

তুমি নির্দ্বিধায় আটকে দাও--ঘুণধরা কাঠের কপাটিকা
রাতের নীলিমায় সব রং মুছে গেছে এই মাঘে
            আমি দেখি শুধু একটি কালপুরুষ
               বাতায়ন বুজে গেলে বুর্জ খলিফায়
তবুও নেমে আসে একটি নক্ষত্রাকাশ।

            খসে গেছে কত কত জীবন্ত অমূল্য নক্ষত্র
এই গগনচুম্বীর গায়ে---

আমরা এখনও দমিনি দুদন্ড
             দীনেরা দম নাও--দীর্ঘ আরও দীর্ঘ
            যতক্ষণ না বিশুদ্ধ হয় বির্দীন বাতাস
আমরা খালি পায়ে ভিড়বো না আর কোন পাথর পথে
জুতোর সুখতলা শূন্য করে
        ফিরে আসবে ওরা,গাঁও হতে ফেরারী হওয়া মানুষ
যারা তকমা পেয়েছিল নগরের নাগরিকত্বের---

আবার হবে আমরণ বিপ্লব--এই আবাদে
হয়তো সেদিন আবারও হেসে উঠবে নর্মান বোরলগ।


দীপ মন্ডল
চাকদহ,নদীয়া

No comments:

Post a Comment