এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বন্ধু সুন্দর পাল




কবিতা



লাল পলাশ

একটু রক্ত হবে?আবির নেই তাই
কম দামী রক্ত তো হলেই হবে
একবার তোমার মুখ লাল দেখতে চাই
বাজারে আবিরের  অনেক দাম!তাই আরকি!
লাল রং হলেই হবে।জমাট বাঁধবে তাড়াতাড়ি
সাইড এফেক্ট তো নেই শুনেছি
ফেনা ফেনা রোদে টকটকে রোশনাই
বুলেট পিচকারি শান্ত মাথা আর সাবান জল
পুকুরে কোনো কাদা নেই! গভীর মেরুদন্ডে চলাচল
একটু লাল! গুনিতক স্ংখ্যা বাজার, আর কুঁড়ি পলাশ!
পাউচ পাউডার পাঁচ ইঞ্চির দেওয়াল আর লাইফ টাইম ফ্রি
চিবুকে চিয়ার্স !আসলে কমদামী তো একটু হয় বশ!
জেগে থাকলে হবে না ঘুমিয়ে রেস্ট নিতে হবে তারপর সবল
টাটকা নরম জল আর ভিতরে বেলুন টাইট করে বাঁধা
তারপর শুধু লাল লাইন আর রাঙামাটি
বাগানে ফুলেদের অবেলা খুশির চিৎকার
তোমার মুখ লাল হয়ে গেছে কখন লজ্জায়
চুলগুলো কালো থেকে বাদামী আর মুখটা ঢাকা
কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ !
আবির নেই।অনেক দাম তাই
একটু রক্ত হবে?এখনো অনেক পলাশ বসন্তে রাঙবে
কমদামী রক্ত হলেই হবে
একবার তোমার মুখ লাল দেখতে চাই !




দূরবীন

মিছিলে মুখ মেলাবো দূর থেকে দূরবীনে
তাদের আহত আলতা
তোমার  স্বাধীনতার চিহ্ন থেকে যাবে
পিঠের ফাঁকা পতাকা।

বিশ্বাস করো না আমায় অসময়ে
আমি নাগরিক হতে চাইনি কোনদিনও
ঠোঁটের জন্য যে যুদ্ধ করি করাবাসে
সৈনিক হতে পারতাম একদিন আমিও।

মুখে মুখে ময়নাতদন্ত আর শরীরে সন্ধিবিচ্ছেদ
আঞ্চলিক আঙ্গুলে আলাদিনের আশ্চর্য
তুমি বরং বারুদ হয়ে বুকে এসো
বন্দুকের ট্রিগার টানলে বর্ডারে আমারও বিদ্রোহ।



বন্ধু সুন্দর পাল ।

No comments:

Post a Comment