এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সোহিনী সামন্ত




কবিতা



কাঁচের গ্লাস

ঝিলিক দেওয়া আলোর মাদকতা...
ছুঁয়ে আছে গ্লাসের অন্তরের কৃত্রিম বিলাসীতায়......
চকচকে কাঁচের স্বচ্ছ নির্মলতা,
আজও, লুকিয়ে আছে শুদ্ধমনের অন্তিম ব্যাকুলতায় ......
ধারণ করেছে গ্লাসের গণ্ডিতে,
গরলের অভিশপ্ত সর্পফণা......
কখন বহন করেছে,
সুধারুপী অমৃতের উন্মুক্ত রসমহনা......
সরল স্বচ্ছতা ছুঁয়ে রয়েছে, আনাচেকানাচে,
কাঁচের আশেপাশে, তবে প্রতিদিন লালিত হয়েছে...
ভোগের লিপ্ত চুম্বনে... ভেঙ্গে গেছে গ্লাস ... টুকরো
হয়ে দালানের শেষে ......
রূপসী স্বচ্ছতা তবু আজও চিরস্থায়ী, অনন্তহীন ...
ব্যাপ্তিহীন... কোন কলঙ্ক স্পর্শ করেনি...
নির্মল মাদকতা আজও হারায়নি ...



বেশ্যার রাত্রিযাপন

সিঁদুরের ফাঁকা রাস্তায় মরীচিকার অভিশপ্ত শূন্যতা ...
রুক্ষ জীবনের দারিপাল্লায় শুষ্ক পাতার বলীরেখা...,
ব্যক্ত করে উগ্র শারীরিকতা লিপ্ত জীবনকাঠির উন্মাদনা...।।
অর্থের প্রাচুর্যের নীচে খামখেয়ালির দাগ,
রিক্ত সিক্ত যৌবনের ব্যতিক্রমী বিভাগ ......
বিভাজন ......, বিষাক্ত বিশেষণ ...।।


সোহিনী সামন্ত
শ্যামনগর ২৪ পরগণা নর্থ

No comments:

Post a Comment