এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শুভনীতা মিত্র




কবিতা




চিলেকোঠা

আজ আবার সেই চিলেকোঠার প্রয়োজন
যেখানে নিজের সাথে নিজেকে ভাগ করে নিতাম
আজ আবার ওই আড়ালটা খুঁজছি
যেখানে কান্না হাসি মিলে মিশে এক হয়ে যেত
সেখানে নিজেই নিজের ত্রাতা হতাম
আজ আবার পরিত্রাণের হাহাকার
নির্লজ্জ পৃথিবীতে অমাবস্যাই
আজ তাই বেশি দরকার




জীবন-দর্পণ

আবার আসছে অবসাদ
আবার স্থগিত অবয়ব
ভাসছি আমি বহমানতায়
আবার আসছে প্রগতি

দর্পণে আমার মৃত চেহারা
স্থবির আমার সৃজন
আবার চলছে তারা
আবার খসছে আলো

ঝরে পড়া বারুদে
আজও তোমার চাহনি
আবার জীবিত আমার দর্পন
আলিঙ্গন আজ বহুবার


****

No comments:

Post a Comment