এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অmrita




কবিতা




#এখন চিৎকার সামলে ক্যানভাস টানে সে।

   শান্ত, বিদগ্ধ চকচকে এক্সপ্রেশনে যথাযথ মসৃণ হাসি ঢেলে দেয় মানুষ-ভিড়ে।

অনুভূতি তো উহ্যই থাকে, শুধু পোশাকের নিরাপত্তা জরুরি ভীষণ।।

বাকী থাকে ছোট ছোট চেরাপুঞ্জি রাত, অকাল বোধনের দৃষ্টি বিভ্রম বা আগুন খাওয়া সাঁঝবেলা।।

সে এবং তারা নিজের নিজের গাছ-শরীরের কোলে মাথা রেখে ভাবে, 'আর কতটা কথা রাখলে সম্পর্ক বাতিল হয়?'






#অস্থির সকাল হলে বালি ঢাকা সূর্য ওঠে একা একা।

গুঁড়ো গুঁড়ো কাঁচ ঠিকরোনো আলো গড়িয়ে পড়ে দেওয়াল ঘেঁষে,রাত অভিযান অমীমাংসিত অক্ষর লিখে রাখে।।

সে তখন খালি চোখে উত্তেজনা ধুয়ে নিচ্ছে, অপেক্ষা-ঘর মুছে ভাবলেশহীন। ভুলে যাচ্ছে কাল রাতে বাড়ি ফেরা হয়নি তার।।

আমি অন্য গোলার্ধে প্রাণপণ বদলে দিচ্ছি প্রেক্ষাপট। দরজা, জানলা, দালান, রোয়াক, হৃদয়, কলজে, ঠোঁট,
চিবুক থেকে দাবানল নিভিয়ে শান্ত খুব।

সশব্দ প্রস্থানে অস্বীকার থাকলেও অসহায়তাই মন দখল করে বেশি, একান্ত স্নান-ঘরে মেয়েলী ধোঁয়ায় ছেঁড়া বাষ্প ভাসে,মেঝেতে জমে থাকা তরল প্রতিবিম্ব কেঁপে উঠে প্রশ্ন রাখে বারবার,

শুধু দু-জনে কোনো পৃথিবী সৃষ্টি হবেনা কেন?
শুধু দুজনের একটা পৃথিবী হয়না?


অmrita

1 comment:

  1. অমরিতা হবে নামটা

    ReplyDelete