কবিতা
লাল মাটির দ্যেশে
লাল ধুলার দেশ ট হামার
সুখা টাঁড় ডাঙ্গা ডহর ডুংরী ঘেরা,
গতর খাটাই মানুষ গুলান
চাম ট হামার কালো পারা,
শাল পলাশের ছায়ার তলে
গাঁ ট হামার ছুটো,
লাল চাল টর মাড় ভাত খাই
সুখহেই হামরা কাটাই।
ভাদু, টুসু আর গাজন হামাদের পরব ট
মহুল রসে টুটি ভিজাই ছৌ লাচি হে আসরটয়,
সারাদিনে গতর খাইট্যে রেতের বিলা ঝুমুর গানে
মাদোলের ধিতাং ধিনা, ধামসার গুড়ুম গূম্যে
কোমর দুলাই খ্যামটা নাচে মাতাল হুঁয়ে মরদ মাইয়ে,
আঁড় বাঁশি টর সুরে সুরে পাগল হুঁয়ে মাইয়ে গুলান
এ ওর গাইয়ে ঢইলে পরে,
চাকলা তোড়ের ছাতার মেলায়
গলগলা ফুল মাথায় গুঁইজ্যে
মোঙ্গলি যখেন ঘুইরে বেড়ায়
মুনে হামার পিরীত জাইগ্যে
যখেন গান ধরে উ কোশাই লদীর হাঁটু জলে
ঘর বাঁইধবার আস ট জাইগ্যে
টেঁস ফুলের রঙ লাগাই দিব বাহার দিনে,
বিহা করি লিয়ে যাবো শহর খানে।
আলো
পিত্থিবীট কত বড় হে
কত্ত রকম মানুষ জন
ভালোমাইনষের অভাব বড়
তুমহি যে তার একজন
লাল পাহাড়ির ম্যায়ে আমি
মুখ্যু সুখ্যু মানুষ আছিই
এই পাহাড় টর বাইরে আমি
লাই জাইনতম কিছুই
চৈত ফাগুনের উদমা হাওয়ায়
রদের ত্যাজে মাটী খরায়
লাচে লাচে লাল ধুলাট
গ্যায়ে পড়ে সুহাগ জানায়
ভাদর মাসে জলের দিনে
ধান বুনি সারাট দিন
বাকি সময় মাটী কাটি
ইঁট বইয়ে দিন গুজারি
ম্যায়া মরদ নুনু বুড়হা
কাম ছাড়া কেউ থাকতে লারে
পান্তা ভাতে প্যাট ভরায়ে
টুটি ভিজাই মহুল রসে
কাইটছিল দিন এমনি ভাবই
বাঘমুন্ডির পাহাড় খানে
আইলে তুমি দিদিমুনি
জ্ঞানের আলো জ্বালাই দিতে
বইদল্যে দিল্যে সকল কিছু
দেখলম তুমহার চখে দুনিয়াট
কত্ত কিছু জানার আছে
বুঝাই দিল্যে তুমি সিট
মানুষ হামরাও ----
সিটাই তুমহি শিখহাই দিল্যে
মাইনব না আর চখ রাঙানী
বড়লোক ওই বাবুদিগের
হামরা খাইটে চাষ করি
আর উরা ভরে গুলা
পান্তা আমানি খ্যায়ে কাটাই
উদের বিলিতীর ফুয়ারা
চইলবে না আর এমনি ভাবে
জোর জুলুম মুদের উপর
লড়াই কইরে ছিনাই লিব
সকল খানের হক ট মুদের।
****
No comments:
Post a Comment