এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

লিটন আব্বাস



কবিতা




বঙ্গমা পদ্মা-গঙ্গাপাড়ে
(উৎসর্গ : কবি দেবশ্রী চক্রবর্ত্তী)

মানুষের কন্ঠে যে ধ্বনি উচ্চারিত হয় তা সকল অশুচিতার,
অশুভশক্তির বিরুদ্ধ কন্ঠস্বর শোনা যায়।
মানুষের কণ্ঠে ভাসে শুধুই বেদনাক্রান্ত মানুষের ব্যথা
ওঠে আসে পোড়খাওয়া জীবন-জমিনে একমুঠো অন্ন
আর নির্ভয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে বাঁচা জীবনের গল্প।

ধ্বনিস্বর ক্রমাগত শাসনে বাঁকবদল হলেও কল্যাণপথ বিশ্বাস-ঘাতকতা করে না
পরাজিত মানুষ নিয়মিত প্রতারিত জেনেও শোষিত সময়ের মুন্ডু চেপে
ঠিকই সে একসময় কল্যাণনগরের চাড্ডায় ঢুকে পড়ে-ঢুকে দেখে ব্যর্থ সময়ের ইতিহাস...
আর নিষ্ফল ধারাপাতে দেনার ঘাওয়ের সুদ হিসাব কেমন করে নাগরিক সন্ধ্যা জমিয়ে তোলে ...

দূরে একদল লালরঙা নাবালকেরা হাটুজল-কাদা মাড়িয়ে ছুটে আসতে থাকে-
একসময় তারা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ সবুজে, পরাজিত মানুষেরা প্রশ্রয় খোঁজে তাদের ভেতর
তারা আশ্রয় পায়-তাদের কণ্ঠধ্বনির রঙ বদলে হলুদে, লালে, সবুজে মিশে
সোনার বাংলায় মিশে যায়...
তাদের কণ্ঠে কেবলি শোনা যায় কল্যাণ হোক-মঙ্গল হোক এইধ্বনি বারেবার ভেসে আসে
তারা শুধু বলতে থাকে, যুদ্ধ নয়, বেড়ি নয়, বোম নয়,ধর্ষণও নয়-
নয় আর কোন মানুষের অকল্যাণ।
দেশহীন মানুষের ভাষা, যন্ত্রহীন প্রেমিকের আশা মানুষের কন্ঠে মিলিত করতে চায়
মিলিতমানুষে মানুষ হয়ে ওঠার গল্পস্বর শোনা যায়-এই সুর, এই স্বর
ধ্রæবধ্বনি হয়ে মানুষের কণ্ঠ আসে, মানুষেরা জয়গান গায়, জয়যাত্রাপথে মানুষের মিছিল যায়...

মানুষই বারবার মানবমঙ্গলে ফিরে ফিরে আসে-তারা দেখতে পায়
আঁচলখানি গেড়ে বসে আছে আমাদেরই বঙ্গমা পদ্মা-গঙ্গাপাড়ে...!





একপাতা গল্প

প্রেম ফুরিয়ে গেলেও গল্প পরে থাকে
প্রাণেপ্রাণে
বুক শুকিয়ে গেলেও ভালবাসা বেঁচে রয়
সরল জীবনে...

প্রাণে-প্রাণে ফুরোনো প্রেম শুকনো বুকে
জেগে রয়। ঝরাপাতা বসন্তের ডাক দেয়
জেগে ওঠে যন্ত্রণা, বেঁচে ওঠে ফের বিশ্বাস
এভাবে এক সাধারণ জীবনের গদ্য হয়ে উঠলে তুমি...

সহজ মানুষ এমনি করে সাধুপাড়ায় ঘুমিয়ে গেলে
ঘুমের বাতিরা নিভে যায়। সাদাকালো মঙ্গল জাগিয়ে তোলে
তোমার আমার সরল বিশ্বাসের সকল ব্যর্থ রূপান্তর
সহজ জীবন, তুমি-আমি, গল্প, প্রেম সবই ভীষণ স্বার্থপর..




লিটন আব্বাস

No comments:

Post a Comment