কবিতা
বিজারন
ময়নাতদন্তের পরেও ঠোঁটে বা লিপস্টিকে,
তোমায় আমি পাহাড়ি ঝরনার মতো লিখেছিলাম
কোনও এক দেয়াল পত্রিকা'র মুখবন্ধে,
যেখানে তোমার উপস্থিতি ছিলো-
অবিরাম নোনা হাওয়ার মতো,
হাইওয়ের ধার হতে কলমীশাক তোলা
সাঁওতাল রমনী'র পোশাকি জতুগৃহের মতো!
ভেজা মাটি থেকে উইপোকার দল উড়ে যায়
গতসন্ধ্যা'র এলনিনো মোহনায়-
যে পুনর্বাসনে তুমিও এখন...
জানতে চাইছো;দাহ করবার সময় কখন?
সীমারেখা
হে আমার মহান দেশমাতৃকা..
ব্যথা দিয়ে যাও নিরবধি-
তবু স্মৃতি'র সিঁথি'তে রাঙিয়ে দিও
বিজিত সিঁদুরখানি,
চাইনা আজ আর বুকভরা সামিয়ানা,
দেখবো না আর তোমার শিরায়
হায়না'র আনাগোনা,
জানি,প্রতিপলে নশ্বর উপকূলে স্থায়ী হয়েছি আমি-
দুধের ঝিনুকে গৃহপালিত যে মা'কে খুঁজি,
সে তো শুধুই...শুধুই তুমি!
তবু জান্নাত হতে দেখি,উঠোনে ভোরের দাঁড়কাক-
রাজধানী'তে বন্ধ করো আমিনা'র তিন তালাক!
শুভদীপ পাপলু |
No comments:
Post a Comment