এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সোনালী মন্ডল আইচ




কবিতা




একটা ত্রিভুজ

কবিতা ও অকবিতার মাঝের দেয়ালে
অসুখ বাসা বাঁধলে প্রাণহীন জড়তায়
ক্রমে না বলা কথার ঘুণ

নখ ও ঠোঁটের হিমোগ্লোবিন সেড পাল্টায়

দমসম বল্গাহীন দুঃখ পাঁজর নাড়ায়
চিবুক জুড়ে উলঙ্গ স্নানপর্বের সে স্ফটিক ঝর্ণায়
পরিকল্পিতভাবে সুতোর তোয়াক্কা করেনা

তবু একটা রুমাল এসময় দরকার

আবহাওয়ায় পূর্বাভাস না থাকলেও জলোচ্ছাসে
চিকুর মুকুর সিঁদুর সীমন্ত-সীমা বরাবর
শব্দরা এলোমেলো অনাদর ধ্রুপদী  

সে রাগ-এ বর্ণান্ধ হয় ভালোবাসা ...




মহাসমুদ্রে

খানিকটা উত্তাপ শরীর থেকে ঝরে পড়ে
একটা ঠান্ডা স্রোত গোটা শরীরে
এবার উঠতে হবে

একঘর আসক্তি ও উদাসীনতায় দেনাপাওনা শেষ
নাকফুল বেখেয়ালে পড়ে থাকে একা

ক্রেতার কৌতুহলোদ্দীপক একপা চৌকাঠের বাইরে
সম্ভাষণহীন দরজাটা শব্দ করে ওঠে নির্লজ্জ

একটা মন্থর হাত ব্যাগের জীপ ফাসেনারটা টানে

কাল চলে যাবে ...


সোনালী মন্ডল আইচ


No comments:

Post a Comment